বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য দ্রুত একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এটির বাস্তবায়নও হয় খুব দ্রুত। উদ্দীপকে কোন বিষয়ের কথা বলা হয়েছে?
ক) আইন প্রণয়ন
খ) সরকার গঠন
গ) সংবিধান রচনা
ঘ) মন্ত্রিপরিষদ গঠন
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্রুত রাষ্ট্র পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধানের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই সংবিধান রচনা একটি অতি গুরুত্বপূর্ণ ও দ্রুত বাস্তবায়িত সিদ্ধান্ত ছিল।
Related Questions
ক) মন্ত্রিপরিষদ
খ) গণপরিষদ
গ) মুজিবনগর সরকার
ঘ) সুপ্রিম কোর্ট
Note : বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালের ১০ এপ্রিল 'গণপরিষদ' গঠিত হয়। এই গণপরিষদই স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করেছিল।
ক) 26
খ) 27
গ) 31
ঘ) 35
Note : সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে 'আইনের দৃষ্টিতে সমতা' নিশ্চিত করা হয়েছে যেখানে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অন্যান্য অনুচ্ছেদগুলো ভিন্ন মৌলিক অধিকার বা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে।
ক) ১১৮ নং
খ) ১২৮ নং
গ) ১০৮ নং
ঘ) ১৩১ নং
Note : বাংলাদেশের সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা বিষয়ক বিধান রয়েছে। ১২৮ নং অনুচ্ছেদ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক ১০৮ নং সুপ্রিম কোর্ট এবং ১৩১ নং প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়ক।
ক) গ্রামীন বাংক
খ) মানবাধিকার কমিশন
গ) দুদক
ঘ) টিআইবি
Note : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা যারা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে কাজ করে। তারাই সংসদ বর্জন সংক্রান্ত আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে থাকে।
ক) অবৈধ অর্থ লেনদেন আইন
খ) মানি লন্ডারিং প্রিভেনশন আইন
গ) অর্থ ব্যবহার ও লেনদেন আইন
ঘ) মানি লন্ডারিং আইন
Note : বাংলাদেশে অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে 'মানি লন্ডারিং প্রতিরোধ আইন' কার্যকর রয়েছে। এই আইনের ইংরেজি পরিভাষা হলো 'Money Laundering Prevention Act'। তাই বিকল্প B সবচেয়ে সঠিক।
ক) ৩৯(২) খ অনুচ্ছেদ
খ) ৩৯(১) অনুচ্ছেদ
গ) ৩৯(২) ক অনুচ্ছেদ
ঘ) ৩৯(১) ক অনুচ্ছেদ
Note : সংবিধানের ৩৯(২) খ অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ৩৯(১) অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ৩৯(২) ক অনুচ্ছেদ বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলে। তাই সঠিক উত্তর A।
জব সলুশন