কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?

ক) শিরিন এবাদি
খ) বেনজীর ভুট্টো
গ) মনিকা আলী
ঘ) বেগম রোকেয়া
বিস্তারিত ব্যাখ্যা:
ইরানের শিরিন এবাদি ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি সর্বপ্রথম মুসলিম নারী যিনি এই পুরস্কার পান। বেনজীর ভুট্টো (পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী), মনিকা আলী (লেখক), এবং বেগম রোকেয়া (সমাজ সংস্কারক) নোবেল বিজয়ী নন।

Related Questions

ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) ধর্মপাল
গ) রামপাল
ঘ) আদিশূর
Note : পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা ছিলেন পাল বংশের রাজা ধর্মপাল। চন্দ্রগুপ্ত মৌর্য (মৌর্য বংশ), রামপাল (পাল বংশ) এবং আদিশূর (সেন বংশ) ভিন্ন ভিন্ন সময়ের শাসক।
ক) ইসলাম খান
খ) মীর জুমলা
গ) রাজা মানসিংহ
ঘ) শায়েস্তা খান
Note : শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রেখেছিলেন 'ইসলামাবাদ'। ইসলাম খান, মীর জুমলা এবং রাজা মানসিংহ অন্য মুঘল শাসক।
ক) হাঁস-মুরগি পালন
খ) মৌমাছি পালন
গ) মৎস্য চাষ
ঘ) রেশম চাষ
ক) তাতারু
খ) মাউরি
গ) রেড ইন্ডিয়ান
ঘ) কুর্দি
Note : নিউজিল্যান্ডের আদিবাসীদের 'মাউরি' বলা হয়। তাতারু (রাশিয়ার), রেড ইন্ডিয়ান (উত্তর আমেরিকার) এবং কুর্দি (মধ্যপ্রাচ্যের) ভিন্ন ভিন্ন অঞ্চলের আদিবাসী।
ক) বেনাপোল
খ) সোনা মসজিদ
গ) হিলি
ঘ) চট্টগ্রাম
Note : বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর হলো বেনাপোল স্থল বন্দর। এটি ভারত-বাংলাদেশ সীমান্ত অবস্থিত। সোনা মসজিদ, হিলি এবং চট্টগ্রাম অন্য গুরুত্বপূর্ণ স্থান।
ক) 1972
খ) 1973
গ) 1974
ঘ) 1978
Note : বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় ১৯৭২ সালে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন