বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

ক) বেনাপোল
খ) সোনা মসজিদ
গ) হিলি
ঘ) চট্টগ্রাম
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর হলো বেনাপোল স্থল বন্দর। এটি ভারত-বাংলাদেশ সীমান্ত অবস্থিত। সোনা মসজিদ, হিলি এবং চট্টগ্রাম অন্য গুরুত্বপূর্ণ স্থান।

Related Questions

ক) 1972
খ) 1973
গ) 1974
ঘ) 1978
Note : বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় ১৯৭২ সালে।
ক) দ্বিগুণ
খ) তিন গুণ
গ) চার গুণ
ঘ) একই থাকবে
Note : বৃত্তের ক্ষেত্রফল = πr², যেখানে r হল ব্যাসার্ধ। ব্যাস দ্বিগুণ করলে ব্যাসার্ধও দ্বিগুণ হবে (নতুন ব্যাসার্ধ R = 2r)। নতুন ক্ষেত্রফল হবে πR² = π(2r)² = π(4r²) = 4 * (πr²)। সুতরাং, ক্ষেত্রফল চার গুণ হবে। দ্বিগুণ বা তিন গুণ হওয়া সম্ভব নয়।
ক) ১৬ সেমি
খ) ২০ সেমি
গ) ২৪ সেমি
ঘ) ২৬ সেমি
Note : বর্গের পরিসীমা ২৪ সেমি হলে, বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ২৪/৪ = ৬ সেমি। বর্গের ক্ষেত্রফল হবে ৬*৬ = ৩৬ বর্গ সেমি। যেহেতু বর্গের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফলের সমান, তাই আয়তের ক্ষেত্রফল ৩৬ বর্গ সেমি। আয়তের প্রস্থ ৪ সেমি হলে, আয়তের দৈর্ঘ্য হবে ৩৬/৪ = ৯ সেমি। আয়তের পরিসীমা হবে ২ * (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ * (৯ + ৪) = ২ * ১৩ = ২৬ সেমি।
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর
Note : আমরা জানি, সুদ = (আসল * সুদের হার * সময়) / ১০০। এখানে, আসল = ৪৫০ টাকা, সুদের হার = ৬%, সুদে-আসলে = ৫৫৮ টাকা। সুতরাং, সুদ = ৫৫৮ - ৪৫০ = ১০৮ টাকা। অতএব, ১০৮ = (৪৫০ * ৬ * সময়) / ১০০ => ১০৮০০ = ২৭০০ * সময় => সময় = ১০৮০০ / ২৭০০ = ৪ বছর।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন