একটি সমান্তর ধারার প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে 7 এবং 46 । যদি সাধারণ অন্তর 3 হয় তবে পদ সংখ্যা কত?

ক) 13
খ) 14
গ) 15
ঘ) 16
বিস্তারিত ব্যাখ্যা:

পদ সংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(46 - 7)/3} + 1
= 13 + 1
= 14

Related Questions

ক) 1/6
খ) 1/12
গ) 1/3
ঘ) 1/3
Note :

মনে করি,
১ম পদ, a = 1/12
সাধারণ অনুপাত, r
= (1/24) ÷ (1/12)
= (1/24) × (12/1)
= 1/2 < 1

ধারাটির অসীমতক সমষ্টি
= a/(1 - r)
= (1/12) ÷ (1 - 1/2)
= (1/12) ÷ (1/2)
= (1/12) × 2
= 1/6

ক) 513
খ) 515
গ) 509
ঘ) 511
Note :

প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = - 6/3 = - 2
পদ সংখ্যা, n = 9

আমরা জানি,
গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি = a(1 - rn)/(1 - r)

৯টি পদের সমষ্টি = 3{1 - (- 2)9}/{1 - (- 2)}
= 3(1 + 512)/(1 + 2)
= (3 × 513)/3
= 513

ক) 7log3
খ) 8log3
গ) 6log3
ঘ) log3
Note :

ধারাটির ১ম পদ, a = log3
সাধারণ অন্তর, d = (log9 - log3) = (log32 - log3) = (2log3 - log3) = log3

∴ ধারাটির অষ্টম পদ = log3 + (8 - 1)log3
= log3 + (7 × log3)
= 8log3

ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
Note :

(i) 1 Byte = 8 bit (অসত্য)। (ii) 1 Nibble = 4 bit (সত্য)। (iii) 1 Kilobyte = 1000 byte (প্রায়শই 1024 byte ধরা হয়, তবে 1000 byte একটি সাধারণ হিসাব)। তাই (ii) এবং (iii) সত্য। সুতরাং, অপশন D সঠিক।

ক) 6
খ) 7
গ) 8
ঘ) 17
Note : SDG 7 (Sustainable Development Goal 7) হলো 'সাশ্রয়ী ও নির্ভরযোগ্য আধুনিক জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা'। এটি বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাথে সরাসরি সম্পর্কিত।
ক) Power Grid
খ) BREB
গ) BERC
ঘ) BPDB
Note : বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে বিদ্যুৎ ক্রয় করে সঞ্চালন ও বিতরণের জন্য প্রধানত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) কাজ করে। তবে, একক ক্রেতা হিসেবে BPDB বিদ্যুৎ কিনে বিতরণ সংস্থাগুলোর কাছে সরবরাহ করে। BERC (Bangladesh Energy Regulatory Commission) বিদ্যুতের শুল্ক নির্ধারণ করে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন