একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার । পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কিত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে ?
গাড়িটি যদি ১২ মিটার যায় তবে সামনের চাকা ঘুরবে ৪ বার
গাড়িটি যদি ১২ মিটার যায় তবে পিছনের চাকা ঘুরবে ৩ বার
অর্থাৎ ১২ মিটারে সামনের চাকা ১ বার বেশি ঘুরে।
১০০ বার বেশি ঘুরবে ১২০০ মিটারে = ১.২ কিমিতে
Related Questions
যেহেতু আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্য ২১ মিটার
সুতরাং ছোট বাহুর দৈর্ঘ্য ২১ ÷ ৩ = ৭ মিটার
অতএব বর্গের পরিসীমা = আয়তের পরিসীমা
= ২ ( ৭ + ২১) মিটার
= ৫৬ মিটার
অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৫৬ ÷ ৪ = ১৪ মিটার
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য²
ক্ষেত্রফল = 100²
ক্ষেত্রফল = 10000 বর্গফুট
- ৪৮ : সংখ্যাটি এসেছে ৪ বার।
- ৪৯ : সংখ্যাটি এসেছে ২ বার।
- ৫২ : সংখ্যাটি এসেছে ৩ বার।
- ৩৯ : সংখ্যাটি এসেছে ৩ বার।
- ৩৩ : সংখ্যাটি এসেছে ২ বার।
- ২৯ : সংখ্যাটি এসেছে ২ বার।
অন্যান্য সংখ্যাগুলো হয় একবার এসেছে, অথবা এর থেকে কমবার এসেছে।
প্রচুরক নির্ণয় : উপরে গণনা থেকে দেখা যায়, ৪৮ সংখ্যাটি অন্য যেকোনো সংখ্যার চেয়ে বেশিবার (৪ বার) এসেছে।
সুতরাং, প্রদত্ত উপাত্তের প্রচুরক হলো ৪৮।
১২ টি কৌণিক বিন্দু
থেকে ৩ টি বিন্দু নিয়ে ত্রিভুজ
গঠন করা যাবে = ¹²C₃
= ১২!/৩!(১২ - ৩)!
= ১২!/৩!৯!
= ১২×১১×১০×৯/!৩×২×৯!
= ২২০
কমিটির সংখ্যা = (⁷C₄× ⁴C₂) + (⁷C₃ × ⁴C₃) + (⁷C₂ × ⁴C₄)
= 35 × 6+ 35 × 4 + 21
= 371
জব সলুশন