৮ টি সংখ্যার গড় ১৪ এর মধ্যে ৬টির গড় ১৬ হলে বাকী সংখ্যা দুটির গড় কত ?

ক) 1
খ) 20
গ) 13
ঘ) 8

Related Questions

ক) 120
খ) 220
গ) 180
ঘ) 210
Note :

১২ টি কৌণিক বিন্দু থেকে  ৩ টি বিন্দু নিয়ে ত্রিভুজ গঠন করা যাবে  = ¹²C₃
              = ১২!/৩!(১২ - ৩)!
              = ১২!/৩!৯!
              = ১২×১১×১০×৯/!৩×২×৯!
              = ২২০

ক) 5
খ) 6
গ) 7
ঘ) 8
Note :

২৫ - ৩০ এর শ্রেণি ব্যবধান = (৩০ - ২৫) + ১
= ৫ + ১
= ৬

ক) বউকে
খ) শিক্ষককে
গ) পিতাকে
ঘ) বন্ধুকে
Note :

ইয়ার' শব্দটি মূলত ইংরেজি 'Year' বা 'Yearly' থেকে এসেছে, কিন্তু প্রশ্নটির প্রেক্ষাপটে এটি বন্ধুদের মধ্যে প্রচলিত একটি অনানুষ্ঠানিক সম্বোধন। একে অন্যকে 'ইয়ার' বলে ডাকা বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বোঝায়। এটি সাধারণত বন্ধু বা সমবয়সী কাউকে উদ্দেশ্য করে বলা হয়ে থাকে, তাই সঠিক উত্তর 'বন্ধুকে'। বউ, শিক্ষক বা পিতার মতো সম্মানীয় বা বয়োজ্যেষ্ঠদের এভাবে সম্বোধন করা হয় না।

ক) বিমান কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে হলে
খ) ডাকটিকিট না থাকলে
গ) বিদেশে চিঠি পাঠাতে হলে
ঘ) বহু দূরে চিঠি পাঠাতে হলে
Note :

'BY AIR MAIL' কথাটি খামের উপরে তখনই লেখা হয় যখন চিঠিটি বিদেশে পাঠাতে হয়। এর অর্থ হলো চিঠিটি বিমানে ডাকযোগে পাঠানো হবে, যা দ্রুততম পদ্ধতি। দূরবর্তী স্থানে চিঠি পাঠালেও তা সবসময় বিমান ডাকযোগে নাও যেতে পারে, এবং ডাকটিকিট না থাকা বা বিমান কর্তৃপক্ষের কাছে লেখার সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই।

ক) পৌর কর্তৃপক্ষ
খ) পুলিশ কমিশনার
গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঘ) জেলা প্রশাসক
Note :

শহরের রাস্তাঘাট, নর্দমা, জল সরবরাহ এবং অন্যান্য নাগরিক পরিষেবা সংক্রান্ত রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব সাধারণত পৌরসভার। তাই এই ধরনের সমস্যা সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের (যেমন - মেয়র, কমিশনার বা সংশ্লিষ্ট বিভাগ) বরাবর দরখাস্ত করতে হয়। পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা রক্ষা করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকে এবং জেলা প্রশাসক জেলার সার্বিক প্রশাসনিক প্রধান হলেও, সরাসরি রাস্তাঘাট মেরামতের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন