কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
ক) কালির দাগ সহজে ওঠে না
খ) বুদ্ধি খাটিয়ে কাজ কর
গ) দুধ থেকে দই হয়
ঘ) এ বৎসর খুব বন্যা হয়েছে
বিস্তারিত ব্যাখ্যা:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপায়কে করণ কারক বলে। 'বুদ্ধি খাটিয়ে কাজ কর' বাক্যে 'বুদ্ধি' হলো কাজ করার উপায় এবং এতে কোনো বিভক্তি যুক্ত নেই তাই এটি করণ কারকে শূন্য বিভক্তি।
Related Questions
ক) জীবনবীমা = জীবন রক্ষার বীমা
খ) গমনাগমন = গমন ও আগমন
গ) নদীমাতৃক = নদী মাতা যার
ঘ) বাগদত্তা = বাক্ দ্বারা দত্তা
Note : তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয়। 'বাগদত্তা' (বাক্ দ্বারা দত্তা) তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ।
ক) একাদশ = এক অধিক দশ
খ) হাতাহাতি = হাতে হাতে যে দ্বন্দ্ব
গ) মানানোর অভাব = বেমানান
ঘ) দুঃখাতীত = দুঃখকে অতীত
Note : বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলো কোনোটিকে না বুঝিয়ে নতুন অর্থ প্রকাশ করে। 'হাতাহাতি' (হাতে হাতে যে যুদ্ধ) একটি ব্যতিহার বহুব্রীহি সমাস যা এখানে সঠিক উত্তর।
ক) শুভ + ইচ্ছা
খ) শু + ইচ্ছা
গ) শুভ + ঈচ্ছা
ঘ) শুভ + চ্ছা
Note : শুভেচ্ছা' একটি স্বরসন্ধির উদাহরণ। এটি 'শুভ' এবং 'ইচ্ছা' এই দুটি শব্দের মিলনে গঠিত হয়েছে (অ + ই = এ)।
ক) মুমূর্ষু অবস্থা
খ) তীরে পৌঁছার ঝক্কি
গ) সঞ্চয়ের প্রবৃত্তি
ঘ) আসন্ন বিপদ
Note : নিরানব্বই এর ধাক্কা' বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি। ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটি অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি ।
ক) অনভিজ্ঞ
খ) অরিন্দম
গ) হাতুড়ে
ঘ) ওষধি
Note : যে ব্যক্তি সঠিক জ্ঞান বা অভিজ্ঞতা ছাড়াই রোগ নির্ণয় ও চিকিৎসা করার চেষ্টা করে তাকে ব্যঙ্গার্থে 'হাতুড়ে' ডাক্তার বলা হয়।
ক) বিশ্বজনীন
খ) সর্বজনীন
গ) সার্বজনীন
ঘ) হিতৈষী
Note : যা বিশ্বজনের জন্য হিতকর তাকে এক কথায় 'বিশ্বজনীন' বলা হয়। 'সর্বজনীন' হলো যা সর্বজনের জন্য হিতকর।
জব সলুশন