তিন দিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিন গুন কজ করতে কত দিন লাগবে?

ক) ২৯ দিন
খ) ৮৭ দিন
গ) ২৬১দিন
ঘ) ৩০০দিন
বিস্তারিত ব্যাখ্যা:
১/২৯ অংশ কাজ শেষ হয় ৩ দিনে। সম্পূর্ণ (১ অংশ) কাজ শেষ হয় ৩ × ২৯ = ৮৭ দিনে। প্রশ্ন অনুযায়ী, ঐ কাজের তিন গুণ কাজ করতে সময় লাগবে = ৮৭ × ৩ = ২৬১ দিন।

Related Questions

ক) ২১ ও ২২
খ) ২২ ও ২৩
গ) ২৩ ও ২৪
ঘ) ২৪ ও ২৫
Note : দুটি ক্রমিক সংখ্যা x এবং (x+1) হলে, তাদের বর্গের অন্তর = (x+1)² - x² = x² + 2x + 1 - x² = 2x + 1। প্রশ্নমতে, 2x + 1 = 43। বা, 2x = 42। বা, x = 21। সুতরাং, সংখ্যা দুটি হলো ২১ এবং ২২।
ক) ৬টি
খ) ৮টি
গ) ৯টি
ঘ) ১০টি
Note : ৩৬ = ২ × ১৮ = ২ × ২ × ৯ = ২² × ৩²। ভাজকের সংখ্যা বের করার সূত্র হলো, উৎপাদকের ঘাতগুলোর সাথে ১ যোগ করে তাদের গুণফল বের করা। এখানে ঘাতগুলো হলো ২ এবং ২। সুতরাং, ভাজক সংখ্যা = (২+১) × (২+১) = ৩ × ৩ = ৯টি।
ক) ৮ঘন্টা
খ) ৯ঘণ্টা
গ) ১০ঘন্টা
ঘ) ১২ঘন্টা
Note : স্রোতের অনুকূলে নৌকার বেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা। অনুকূলে ৭২ কি.মি. যেতে সময় লাগে = ৭২ / ২৪ = ৩ ঘণ্টা। প্রতিকূলে ৭২ কি.মি. ফিরে আসতে সময় লাগে = ৭২ / ১২ = ৬ ঘণ্টা। মোট সময় = ৩ + ৬ = ৯ ঘণ্টা।
ক) ১৫০০০টাকা
খ) ২২৫০০টাকা
গ) ৩০০০০টাকা
ঘ) ৩১০০০টাকা
Note : ১টি ঘোড়ার মূল্য = ৭৫০০ টাকা। ৩টি ঘোড়ার মূল্য = ৩ × ৭৫০০ = ২২৫০০ টাকা। প্রশ্নমতে, ৫টি গরুর মূল্য = ২২৫০০ টাকা। তাহলে, ১টি গরুর মূল্য = ২২৫০০ / ৫ = ৪৫০০ টাকা। ২টি গরুর মূল্য = ২ × ৪৫০০ = ৯০০০ টাকা। আবার, ৩টি গাধার মূল্য = ৯০০০ টাকা। ১টি গাধার মূল্য = ৯০০০ / ৩ = ৩০০০ টাকা। সুতরাং, ৫টি গাধার মূল্য = ৫ × ৩০০০ = ১৫০০০ টাকা।
ক) ১০৯মিটার
খ) ১২০মিটার
গ) ১৪০মিটার
ঘ) ১৫০মিটার
Note : ১৫টি গাছের মাঝে মোট ফাঁকা স্থান বা দূরত্ব থাকবে (১৫-১) = ১৪টি। প্রতিটি স্থানের দূরত্ব ১০ মিটার। সুতরাং, প্রথম ও শেষ গাছের মধ্যে মোট দূরত্ব = ১৪ × ১০ = ১৪০ মিটার।
ক) ২৮০টাকা
খ) ৩০০টাকা
গ) ৩৮০টাকা
ঘ) ৪০০টাকা
Note : ১০% ক্ষতি এবং ১০% লাভের মধ্যে পার্থক্য হলো ২০%। এই ২০% এর পার্থক্যের কারণ হলো বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হওয়া। সুতরাং, ক্রয়মূল্যের ২০% = ৮০ টাকা। অতএব, ক্রয়মূল্য (১০০%) = (৮০/২০) × ১০০ = ৪০০ টাকা।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন