গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়-
ক) ক্ষুদ্র ঋণ দানের মাধ্যমে
খ) কৃষি ঋণ দানের মাধ্যমে
গ) ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে
ঘ) পুঁজিপতিদের ঋণদানের মাধ্যমে
বিস্তারিত ব্যাখ্যা:
১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ড. মুহাম্মদ ইউনূস প্রথমে ব্যক্তিগত উদ্যোগে দরিদ্রদের ঋণদান শুরু করেন। পরবর্তীতে ১৯৭৯ সালে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় একটি প্রকল্প হিসেবে ক্ষুদ্র ও কৃষি উভয় ক্ষেত্রেই ঋণদানের মাধ্যমে এর পরীক্ষামূলক যাত্রা বিস্তৃত হয়।
Related Questions
ক) ২ সেপ্টেম্বর, ১৯৮৩
খ) ২ অক্টোবর, ১৯৮৩
গ) ২ নভেম্বর, ১৯৮৩
ঘ) ২ ডিসেম্বর, ১৯৮৩
Note : একটি প্রকল্প হিসেবে যাত্রা শুরু করার পর, ১৯৮৩ সালের ২রা অক্টোবর একটি সরকারি অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
ক) 1985
খ) 1987
গ) 1995
ঘ) 2006
Note : গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৮৭ সালে ড. মুহাম্মদ ইউনূসকে 'স্বাধীনতা পুরস্কার' প্রদান করে।
ক) Banker to the Poor
খ) A world of three zeroes
গ) Supper Happiness
ঘ) The Sun Also Rise
Note : Banker to the Poor', 'A world of three zeroes' এবং 'Supper Happiness' ড. মুহাম্মদ ইউনূসের লেখা বিখ্যাত বই। 'The Sun Also Rises' হলো বিখ্যাত আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ের লেখা একটি উপন্যাস।
ক) ১৯৬৪ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৯৪ সালে
Note : ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় তিনি চট্টগ্রামের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে 'তেভাগা খামার' প্রতিষ্ঠা করেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বর্গাচাষীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধি করা।
ক) রবিবার
খ) সোমবার
গ) মঙ্গলবার
ঘ) বুধবার
Note : মাসের ২য় দিন সোমবার হলে, ১৮তম দিন হবে (১৮ - ২) = ১৬ দিন পর। প্রতি ৭ দিন পর একই বার ফিরে আসে। ১৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ২ (১৬ = ৭×২ + ২)। সুতরাং, ১৮তম দিনটি হবে সোমবারের ২ দিন পরের বার, অর্থাৎ সোমবার + ২ দিন = বুধবার।
ক) একই দিকে
খ) উল্টো দিকে
গ) উলম্ব রেখা
ঘ) সমান্তরালে
Note : সাধারণত, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তাকে ক্লকওয়াইজ (Clockwise) বা ডানাবর্তী গতি বলা হয়। একটি ডানহাতি স্ক্রুকে কোনো তলে প্রবেশ করানোর জন্য সেটিকে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকেই ঘোরাতে হয়। তাই এদের ঘূর্ণন গতির দিক একই।
জব সলুশন