ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন?

ক) ১৯৬৪ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৯৪ সালে
বিস্তারিত ব্যাখ্যা:
১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় তিনি চট্টগ্রামের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে 'তেভাগা খামার' প্রতিষ্ঠা করেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বর্গাচাষীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধি করা।

Related Questions

ক) রবিবার
খ) সোমবার
গ) মঙ্গলবার
ঘ) বুধবার
Note : মাসের ২য় দিন সোমবার হলে, ১৮তম দিন হবে (১৮ - ২) = ১৬ দিন পর। প্রতি ৭ দিন পর একই বার ফিরে আসে। ১৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ২ (১৬ = ৭×২ + ২)। সুতরাং, ১৮তম দিনটি হবে সোমবারের ২ দিন পরের বার, অর্থাৎ সোমবার + ২ দিন = বুধবার।
ক) একই দিকে
খ) উল্টো দিকে
গ) উলম্ব রেখা
ঘ) সমান্তরালে
Note : সাধারণত, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তাকে ক্লকওয়াইজ (Clockwise) বা ডানাবর্তী গতি বলা হয়। একটি ডানহাতি স্ক্রুকে কোনো তলে প্রবেশ করানোর জন্য সেটিকে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকেই ঘোরাতে হয়। তাই এদের ঘূর্ণন গতির দিক একই।
ক) শ্বসনতন্ত্রের সাহায্যে
খ) ত্বকের সাহায্যে
গ) ফুসফুসের সাহায্যে
ঘ) ফুলকার সাহয্যে
Note : কেঁচোর কোনো ফুসফুস বা ফুলকা নেই। এটি তার পাতলা ও সিক্ত ত্বকের (Skin) মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে, অর্থাৎ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়।
ক) মেজর রোনান্ড রস
খ) টটি
গ) ল্যাবেরন
ঘ) স্যার প্যাট্রিক ম্যানসন
Note : ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রস (Sir Ronald Ross) ভারতে গবেষণা করে আবিষ্কার করেন যে, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে এবং মানুষের মধ্যে রোগটি ছড়ায়। এই আবিষ্কারের জন্য তিনি ১৯০২ সালে নোবেল পুরস্কার পান।
ক) RNA
খ) DNA
গ) NDA
ঘ) AND
Note : ডিএনএ (DNA - Deoxyribonucleic acid) হলো জীবের বংশগতীয় তথ্যের ধারক ও বাহক। এটি জীবের সকল জেনেটিক নির্দেশনা বহন করে এবং রাসায়নিকভাবে জীবের মূল গঠন উপাদান হিসেবে কাজ করে।
ক) প্লীহা
খ) যকৃত
গ) অগ্ন্যাশয়
ঘ) পিত্তথলি
Note : রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ইনসুলিন হরমোনের প্রভাবে অতিরিক্ত গ্লুকোজ যকৃৎ (Liver) এবং পেশিতে গ্লাইকোজেন (Glycogen) হিসেবে সঞ্চিত থাকে। প্রয়োজনে এই গ্লাইকোজেন আবার ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং শক্তি সরবরাহ করে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন