নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক) OMR
খ) COM
গ) Plotter
ঘ) Monitor
বিস্তারিত ব্যাখ্যা:
ইনপুট ডিভাইস হলো যার মাধ্যমে কম্পিউটারে ডেটা বা নির্দেশ প্রদান করা হয়। OMR (Optical Mark Reader) একটি ইনপুট ডিভাইস যা পেন্সিলের দাগ বা চিহ্ন শনাক্ত করে ডেটা ইনপুট করতে পারে (যেমন: MCQ পরীক্ষার খাতা দেখা)। মনিটর এবং প্লটার আউটপুট ডিভাইস।

Related Questions

ক) 128
খ) 32
গ) 12
ঘ) 6
Note : প্রশ্নটি কম্পিউটার নেটওয়ার্কিং-এর একটি মৌলিক ধারণা সম্পর্কিত। ইন্টারনেট প্রোটোকল ভার্সন ৬ (IPv6) হলো ইন্টারনেট অ্যাড্রেসিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ। এটি ১২৮-বিট অ্যাড্রেস ব্যবহার করে, যা প্রায় অসীম সংখ্যক ইউনিক আইপি অ্যাড্রেস প্রদান করতে সক্ষম। এর পূর্ববর্তী সংস্করণ IPv4 ছিল ৩২-বিটের।
ক) C
খ) DOS
গ) CP/M
ঘ) XENIX
Note : অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সমন্বয় করে। DOS, CP/M, XENIX এগুলো সবই বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। অন্যদিকে, 'C' একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, অপারেটিং সিস্টেম নয়।
ক) AND
খ) NOR
গ) Ex-OR
ঘ) OR
Note : Ex-OR (Exclusive OR) গেটের বৈশিষ্ট্য হলো, এর ইনপুটগুলো যদি ভিন্ন হয় (একটি ০, অন্যটি ১) তাহলে আউটপুট ১ হয়। আর যদি ইনপুটগুলো সমান হয় (উভয়ই ০ অথবা উভয়ই ১), তাহলে আউটপুট ০ হয়। সুতরাং উক্তিটি Ex-OR গেটের জন্য সত্য।
ক) এ. এল. ইউ (ALU)
খ) কন্ট্রোল ইউনিট (control unit)
গ) রেজিস্টার সেট (Register set)
ঘ) কোনোটিই নয়
Note : ALU-এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit। সিপিইউ-এর এই অংশটি সকল প্রকার গাণিতিক (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) এবং যৌক্তিক (এবং, বা, না) কাজ সম্পন্ন করে থাকে।
ক) দস্তা
খ) সালফার
গ) নাইট্রোজেন
ঘ) পটাশিয়াম
Note : সালফার উদ্ভিদের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান, যা প্রোটিন, এনজাইম এবং ভিটামিন গঠনে সহায়তা করে। এর অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফল বা ফসলের পরিপক্ব হতে দেরি হয়।
ক) আমলকিতে পাওয়া যায়
খ) কমলালেবুতে পাওয়া যায়
গ) আঙ্গুরে পাওয়া যায়
ঘ) টমেটোতে পাওয়া যায়
Note : স্যালিক এসিড একটি জৈব এসিড যা টমেটো, বেরি, এবং অন্যান্য কিছু ফল ও সবজিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। তবে এখানে উল্লিখিত অপশনগুলোর মধ্যে টমেটো অন্যতম উৎস।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন