একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয় --এর উক্তিটি কোন সেটের জন্য সত্য?

ক) AND
খ) NOR
গ) Ex-OR
ঘ) OR
বিস্তারিত ব্যাখ্যা:
Ex-OR (Exclusive OR) গেটের বৈশিষ্ট্য হলো, এর ইনপুটগুলো যদি ভিন্ন হয় (একটি ০, অন্যটি ১) তাহলে আউটপুট ১ হয়। আর যদি ইনপুটগুলো সমান হয় (উভয়ই ০ অথবা উভয়ই ১), তাহলে আউটপুট ০ হয়। সুতরাং উক্তিটি Ex-OR গেটের জন্য সত্য।

Related Questions

ক) এ. এল. ইউ (ALU)
খ) কন্ট্রোল ইউনিট (control unit)
গ) রেজিস্টার সেট (Register set)
ঘ) কোনোটিই নয়
Note : ALU-এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit। সিপিইউ-এর এই অংশটি সকল প্রকার গাণিতিক (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) এবং যৌক্তিক (এবং, বা, না) কাজ সম্পন্ন করে থাকে।
ক) দস্তা
খ) সালফার
গ) নাইট্রোজেন
ঘ) পটাশিয়াম
Note : সালফার উদ্ভিদের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান, যা প্রোটিন, এনজাইম এবং ভিটামিন গঠনে সহায়তা করে। এর অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফল বা ফসলের পরিপক্ব হতে দেরি হয়।
ক) আমলকিতে পাওয়া যায়
খ) কমলালেবুতে পাওয়া যায়
গ) আঙ্গুরে পাওয়া যায়
ঘ) টমেটোতে পাওয়া যায়
Note : স্যালিক এসিড একটি জৈব এসিড যা টমেটো, বেরি, এবং অন্যান্য কিছু ফল ও সবজিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। তবে এখানে উল্লিখিত অপশনগুলোর মধ্যে টমেটো অন্যতম উৎস।
ক) হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
গ) হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
ঘ) ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া
Note : স্ট্রোক হলো একটি মস্তিষ্কজনিত রোগ, যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় (ইস্কিমিক স্ট্রোক) বা মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ হয় (হেমোরেজিক স্ট্রোক)। ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়।
ক) প্যাথজেনিক
খ) ইনফেকশন
গ) টক্সিন
ঘ) জীবাণু
Note : যে সকল অণুজীব (যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক) প্রাণী বা উদ্ভিদের দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে সক্ষম, তাদের সাধারণভাবে 'প্যাথোজেনিক' (Pathogenic) বা রোগ সৃষ্টিকারী বলা হয়। 'জীবাণু' একটি সাধারণ শব্দ, কিন্তু 'প্যাথজেনিক' বিশেষভাবে রোগ সৃষ্টিকারী অণুজীবকে বোঝায়।
ক) গণজাগরণ দিবস
খ) জুলাই শহীদ দিবস
গ) গণতন্ত্র পুনরুদ্ধার দিবস
ঘ) ছাত্র আন্দোলন দিবস
Note : ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদসহ বেশ কয়েকজন নিহত হন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার 'জুলাই শহীদ দিবস' হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন