স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে -এটি কি?
ক) হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
গ) হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
ঘ) ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া
বিস্তারিত ব্যাখ্যা:
স্ট্রোক হলো একটি মস্তিষ্কজনিত রোগ, যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় (ইস্কিমিক স্ট্রোক) বা মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ হয় (হেমোরেজিক স্ট্রোক)। ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়।
Related Questions
ক) প্যাথজেনিক
খ) ইনফেকশন
গ) টক্সিন
ঘ) জীবাণু
Note : যে সকল অণুজীব (যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক) প্রাণী বা উদ্ভিদের দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে সক্ষম, তাদের সাধারণভাবে 'প্যাথোজেনিক' (Pathogenic) বা রোগ সৃষ্টিকারী বলা হয়। 'জীবাণু' একটি সাধারণ শব্দ, কিন্তু 'প্যাথজেনিক' বিশেষভাবে রোগ সৃষ্টিকারী অণুজীবকে বোঝায়।
ক) গণজাগরণ দিবস
খ) জুলাই শহীদ দিবস
গ) গণতন্ত্র পুনরুদ্ধার দিবস
ঘ) ছাত্র আন্দোলন দিবস
Note : ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদসহ বেশ কয়েকজন নিহত হন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার 'জুলাই শহীদ দিবস' হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেয়।
ক) কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচী
খ) ভাষা আন্দোলোনের কর্মসুচি
গ) ছয় দফা আন্দোলোনের কর্মসুচি
ঘ) রাস্তা বন্ধ করে রাখা
Note : ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্ররা তাদের দাবি আদায়ের জন্য দেশব্যাপী সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধের যে কর্মসূচি পালন করে, তাকে 'বাংলা ব্লকেড' নামে অভিহিত করা হয়।
ক) মাইক্রোসফট
খ) গুগল
গ) ওপেনএআই
ঘ) মেটা
Note : চ্যাটজিপিটি (ChatGPT) হলো একটি বৃহৎ ভাষা মডেল, যা যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেনএআই (OpenAI) দ্বারা তৈরি এবং প্রশিক্ষিত।
ক) ১০ মার্চ ২০২৫
খ) ১২ মার্চ ২০২৫
গ) ১৩ মার্চ ২০২৫
ঘ) ১৫ মার্চ ২০২৫
Note : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিভিন্ন বৈশ্বিক ও স্থানীয় ইস্যু নিয়ে আলোচনার জন্য তার দ্বিতীয় বাংলাদেশ সফরে ২০২৫ সালের ১৩ই মার্চ ঢাকায় আসেন।
ক) বাংলাদেশ দূতাবাস, লন্ডন
খ) বাংলাদেশ দূতাবাস, প্যারিস
গ) বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন
ঘ) বাংলাদেশ হাইকমিশন, দিল্লি
Note : বাংলা ভাষার প্রচার ও প্রসারে অসামান্য অবদানের জন্য প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৫'-এর জন্য মনোনীত করা হয়েছে।
জব সলুশন