২০৩১ সালে বাংলাদেশে ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
ক) 13
খ) 14
গ) 15
ঘ) 16
বিস্তারিত ব্যাখ্যা:
২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে যৌথভাবে আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ১৫তম আসর অনুষ্ঠিত হবে। এটি এই টুর্নামেন্টের একটি ঐতিহাসিক আয়োজন হতে চলেছে।
Related Questions
ক) ইন্দোনেশিয়া
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) মায়ানমার
Note : থাইল্যান্ডের পূর্ব নাম ছিল শ্যামদেশ (Siam)। ১৯৩৯ সালে দেশটির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয়, যার অর্থ 'মুক্ত মানুষের ভূমি'।
ক) ভিয়েতনাম
খ) শ্রীলংকা
গ) ইন্দোনেশিয়া
ঘ) ফিনল্যান্ড
Note : ইন্দোনেশিয়া ১৭,০০০ এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ, যা এটিকে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র বানিয়েছে। এই কারণে ইন্দোনেশিয়াকে 'হাজার দ্বীপের দেশ' বলা হয়। ফিনল্যান্ডকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়।
ক) সিলেট
খ) চট্রগ্রাম
গ) বরিশাল
ঘ) বগুড়া
Note : ইসলাম প্রচারের জন্য চট্টগ্রামে অনেক পীর-আউলিয়ার আগমন ঘটেছিল বলে চট্টগ্রামকে 'বারো আউলিয়ার দেশ' বলা হয়। হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) এর মাজার এখানেই অবস্থিত।
ক) পাকিস্তান
খ) ভুটান
গ) নেপাল
ঘ) ভারত
Note : ধবলগিরি পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বতশৃঙ্গ। এটি নেপালের হিমালয় পর্বতমালায় অবস্থিত। এর উচ্চতা ৮,১৬৭ মিটার।
ক) বিখ্যাত নদী
খ) বিখ্যাত জলপ্রপাত
গ) বিখ্যাত গিরিপথ
ঘ) বিখ্যাত শহর
Note : ভিক্টোরিয়া জলপ্রপাতের দুটি অংশের নাম স্ট্যানলি ও লিভিংস্টোন। এই দুটি জলপ্রপাত আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং বিশ্বের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক বিস্ময়।
ক) সাহারা
খ) থর
গ) কালাহারি
ঘ) গোবি
Note : আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো সাহারা মরুভূমি। এটি উত্তর আফ্রিকার প্রায় পুরো অংশ জুড়ে বিস্তৃত। উল্লেখ্য, অ্যান্টার্কটিকা ও আর্কটিক হলো বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমি।
জব সলুশন