নিচের কোন দেশেকে হাজার দ্বীপের দেশ বলা হয়?

ক) ভিয়েতনাম
খ) শ্রীলংকা
গ) ইন্দোনেশিয়া
ঘ) ফিনল্যান্ড
বিস্তারিত ব্যাখ্যা:
ইন্দোনেশিয়া ১৭,০০০ এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ, যা এটিকে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র বানিয়েছে। এই কারণে ইন্দোনেশিয়াকে 'হাজার দ্বীপের দেশ' বলা হয়। ফিনল্যান্ডকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়।

Related Questions

ক) সিলেট
খ) চট্রগ্রাম
গ) বরিশাল
ঘ) বগুড়া
Note : ইসলাম প্রচারের জন্য চট্টগ্রামে অনেক পীর-আউলিয়ার আগমন ঘটেছিল বলে চট্টগ্রামকে 'বারো আউলিয়ার দেশ' বলা হয়। হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) এর মাজার এখানেই অবস্থিত।
ক) পাকিস্তান
খ) ভুটান
গ) নেপাল
ঘ) ভারত
Note : ধবলগিরি পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বতশৃঙ্গ। এটি নেপালের হিমালয় পর্বতমালায় অবস্থিত। এর উচ্চতা ৮,১৬৭ মিটার।
ক) বিখ্যাত নদী
খ) বিখ্যাত জলপ্রপাত
গ) বিখ্যাত গিরিপথ
ঘ) বিখ্যাত শহর
Note : ভিক্টোরিয়া জলপ্রপাতের দুটি অংশের নাম স্ট্যানলি ও লিভিংস্টোন। এই দুটি জলপ্রপাত আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং বিশ্বের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক বিস্ময়।
ক) সাহারা
খ) থর
গ) কালাহারি
ঘ) গোবি
Note : আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো সাহারা মরুভূমি। এটি উত্তর আফ্রিকার প্রায় পুরো অংশ জুড়ে বিস্তৃত। উল্লেখ্য, অ্যান্টার্কটিকা ও আর্কটিক হলো বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমি।
ক) 1902
খ) 1915
গ) 1910
ঘ) 1912
Note : বিখ্যাত জাহাজ আরএমএস টাইটানিক তার প্রথম যাত্রাতেই ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।
ক) টাইগ্রিস
খ) নীল
গ) ইউফ্রেটিস
ঘ) সিন্ধু
Note : ঐতিহাসিক কারবালা শহরটি ইরাকে অবস্থিত এবং এটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। কারবালার যুদ্ধ এই অঞ্চলের একটি বিখ্যাত ঐতিহাসিক ঘটনা।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন