https এর পূর্ণরূপ কি?

ক) Hyper Text Transfer Protocol.
খ) Hyper Text Transfer Protocol System
গ) Hyper Text Transfer Protocol Service
ঘ) Hyper Text Transfer Protocol Sense
বিস্তারিত ব্যাখ্যা:

কম্পিউটার - ইন্টারনেটে ব্যবহৃত শব্দ সংক্ষেপ http - এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে Hyper Text Transfer Protocol. এটি www - এর জন্য একটি আদর্শ প্রটোকল। এর কারণেই ওয়েবপেজগুলো পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ভিজিট করা যায়।

Related Questions

ক) প্রাইমারি
খ) নেটওয়ার্ক
গ) ক্লাউড
ঘ) ভোলাটাইল
Note : Google Drive হলো একটি ক্লাউড স্টোরেজ (Cloud Storage) সেবা। এটি ব্যবহারকারীকে ইন্টারনেটের মাধ্যমে তাদের ডেটা একটি দূরবর্তী সার্ভারে সংরক্ষণ করতে এবং যেকোনো স্থান থেকে অ্যাক্সেস করতে দেয়।
ক) ল্যান
খ) ম্যান
গ) ওয়ান
ঘ) কোনটিই নয়
Note : ই-মেইল (E-mail) হলো ইন্টারনেটের মাধ্যমে বার্তা আদান-প্রদানের একটি ব্যবস্থা। ইন্টারনেট হলো একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর সর্ববৃহৎ উদাহরণ, যা বিশ্বজুড়ে বিস্তৃত। তাই ই-মেইল WAN ব্যবহার করে।
ক) ২৫ জোড়া
খ) ২৪ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২২ জোড়া
Note : মানবদেহের প্রতিটি কোষে সাধারণত ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজম থাকে। এর মধ্যে ২২ জোড়া অটোজোম (দৈহিক বৈশিষ্ট্য নির্ধারক) এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম (লিঙ্গ নির্ধারক)।
ক) কম্বোডিয়া
খ) মঙ্গোলিয়া
গ) তানজানিয়া
ঘ) সোমালিয়া
Note : যেসব দেশের কোনো সমুদ্র উপকূল নেই, তাদের স্থলবেষ্টিত বা ভূবেষ্টিত (Landlocked) দেশ বলা হয়। মঙ্গোলিয়া রাশিয়া ও চীন দ্বারা পরিবেষ্টিত একটি স্থলবেষ্টিত দেশ। অন্য সবগুলোর সমুদ্র উপকূল রয়েছে।
ক) ভিটামিন এ
খ) ভিটামিন বি
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন ডি
Note : ডিম একটি পুষ্টিকর খাবার যাতে ভিটামিন এ, বি, ডি, ই এবং কে সহ প্রায় সকল প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। তবে ডিমে ভিটামিন সি প্রায় থাকে না বললেই চলে।
ক) 1995
খ) 1996
গ) 1997
ঘ) 1998
Note : বাংলাদেশে জনসাধারণের জন্য ইন্টারনেট সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯৯৬ সালের ৪ জুন। এর আগে ইন্টারনেট থাকলেও তা শুধু কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন