মানবদেহে সাধারণভাবে ক্রোমোজম থাকে?
ক) ২৫ জোড়া
খ) ২৪ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২২ জোড়া
বিস্তারিত ব্যাখ্যা:
মানবদেহের প্রতিটি কোষে সাধারণত ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজম থাকে। এর মধ্যে ২২ জোড়া অটোজোম (দৈহিক বৈশিষ্ট্য নির্ধারক) এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম (লিঙ্গ নির্ধারক)।
Related Questions
ক) কম্বোডিয়া
খ) মঙ্গোলিয়া
গ) তানজানিয়া
ঘ) সোমালিয়া
Note : যেসব দেশের কোনো সমুদ্র উপকূল নেই, তাদের স্থলবেষ্টিত বা ভূবেষ্টিত (Landlocked) দেশ বলা হয়। মঙ্গোলিয়া রাশিয়া ও চীন দ্বারা পরিবেষ্টিত একটি স্থলবেষ্টিত দেশ। অন্য সবগুলোর সমুদ্র উপকূল রয়েছে।
ক) ভিটামিন এ
খ) ভিটামিন বি
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন ডি
Note : ডিম একটি পুষ্টিকর খাবার যাতে ভিটামিন এ, বি, ডি, ই এবং কে সহ প্রায় সকল প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। তবে ডিমে ভিটামিন সি প্রায় থাকে না বললেই চলে।
ক) 1995
খ) 1996
গ) 1997
ঘ) 1998
Note : বাংলাদেশে জনসাধারণের জন্য ইন্টারনেট সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯৯৬ সালের ৪ জুন। এর আগে ইন্টারনেট থাকলেও তা শুধু কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল।
ক) যুক্তরাষ্ট্রর
খ) কানাডার
গ) জাপানের
ঘ) ভারতের
Note : লিখিত সংবিধানগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে ছোট বা সংক্ষিপ্ত। এতে মাত্র ৭টি মূল আর্টিকেল বা ধারা রয়েছে। অন্যদিকে, ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান।
ক) আইনস্টাইন
খ) নিউটন
গ) মাদামকুরি
ঘ) রাদারফোর্ড
Note : E=mc² সূত্রটি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের একটি অংশ, যা ভর-শক্তি সমতুল্যতা সূত্র নামে পরিচিত। এখানে E=শক্তি, m=ভর এবং c=আলোর গতি।
ক) ১৮০° সেলসিয়াম
খ) ১৮০০ ফারেনহাইট
গ) ১০০° সেলসিয়াস
ঘ) ১০০০ ফারেনহাইট
Note : সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক হলো ১০০° সেলসিয়াস (100° C) বা ২১২° ফারেনহাইট (212° F)। এই তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে শুরু করে।
জব সলুশন