ΔABC এর B = 90°, AB = 3 সে.মি., BC = 4 সে. মি. হলে, sin C এর মান কত?

ক) 5/3
খ) 4/5
গ) 3/4
ঘ) 3/5
বিস্তারিত ব্যাখ্যা:

 প্রথমে অতিভুজ AC এর মান বের করতে হবে। AC = √(AB² + BC²) = √(3² + 4²) = √(9 + 16) = √25 = 5 সে.মি.। sin C এর সূত্র হলো (বিপরীত বাহু / অতিভুজ) অর্থাৎ (AB / AC)। সুতরাং, sin C = 3/5।"

Related Questions

ক) 3/4
খ) 4/5
গ) 5/4
ঘ) 5/3
Note :

 "আমরা জানি, sec²A = 1 + tan²A। এখানে, tan A = 4/3। সুতরাং, sec²A = 1 + (4/3)² = 1 + 16/9 = (9+16)/9 = 25/9। অতএব, sec A = √(25/9) = 5/3 (কোণ সূক্ষ্মকোণ ধরে)।"

ক) cos²θ
খ) cot²θ
গ) sin²θ
ঘ) sec²θ
Note :

 আমরা জানি, sec²θ - tan²θ = 1। এই সমীকরণটি পুনর্বিন্যাস করলে পাওয়া যায়, sec²θ = 1 + tan²θ।"

ক) 16.65 মি
খ) 17.72 মি.
গ) 17.32 মি
ঘ) 17.75 মি
Note :

tan(θ) = উচ্চতা / ভূমি। এখানে, θ = 60° এবং ভূমি = ১০ মিটার। tan(60°) = উচ্চতা / ১০। আমরা জানি, tan(60°) = √3। সুতরাং, উচ্চতা = ১০ × √3 ≈ ১০ × ১.৭৩২ = ১৭.৩২ মিটার।"

ক) ৩ ঘনমিটার
খ) ৫ ঘনমিটার
গ) ২ ঘনমিটার
ঘ) ৩ মিটার
Note :

প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. = ১.৫ মিটার। আয়তনের সূত্র: দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। সুতরাং, আয়তন = ২ মি. × ১.৫ মি. × ১ মি. = ৩ ঘনমিটার।"

ক) ১৯ কি.মি
খ) ৭ কি.মি
গ) ৫ কি.মি
ঘ) ৩ কি.মি
Note :

 ব্যক্তিটি ১০ কি.মি. উত্তরে গিয়ে ৬ কি.মি. দক্ষিণে ফিরে আসে। সুতরাং, উত্তর দিকে মোট সরণ = ১০ - ৬ = ৪ কি.মি.। এরপর সে ৩ কি.মি. পশ্চিমে যায়। এখন, A থেকে B এর সরণ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, যার লম্ব ৪ কি.মি. এবং ভূমি ৩ কি.মি.। দূরত্ব = √(৪² + ৩²) = √(১৬ + ৯) = √২৫ = ৫ কি.মি.।"

ক) ৩,০০০ ঘন সেঃমিঃ
খ) ২,৭০০ ঘন সেঃমিঃ
গ) ১০০০ ঘন সেঃমিঃ
ঘ) ২,০০০ ঘন সেঃমিঃ
Note :

"আয়তাকার পাত্রের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। প্রদত্ত মান অনুযায়ী, আয়তন = ২০ সে.মি. × ১৫ সে.মি. × ১০ সে.মি. = ৩০০০ ঘন সে.মি.।"

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন