দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি ?
ক) এম ভি বাঙালি
খ) এম ভি বাংলাদেশী
গ) এম ভি মধুমতি
ঘ) এম ভি বঙ্গবন্ধু
বিস্তারিত ব্যাখ্যা:
এম ভি বাঙালি' হলো বাংলাদেশে নির্মিত প্রথম যাত্রীবাহী জাহাজ। এটি ২০১৪ সালে উদ্বোধন করা হয়।
Related Questions
ক) পঞ্চগড়
খ) চট্টগ্রাম
গ) রাঙ্গামাটি
ঘ) কক্সবাজার
Note : পার্বত্য জেলা 'রাঙ্গামাটি' তার পাহাড়ি ও অসমতল ভূখণ্ডের কারণে বাংলাদেশের একমাত্র জেলা শহর যেখানে রিকশা চলাচল করে না।
ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
খ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
Note : ট্রাফিক লাইটের স্ট্যান্ডার্ড ক্রম হলো: প্রথমে লাল (থামার জন্য), তারপর হলুদ (প্রস্তুতির জন্য), তারপর সবুজ (যাওয়ার জন্য), এবং সবুজ শেষে আবার হলুদ (থামার প্রস্তুতির জন্য) জ্বলে, তারপর আবার লাল। সুতরাং ক্রমটি হলো: লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল।
ক) মাস র্যাপিড ট্রানজিট
খ) কমিউটার র্যাপিড ট্রানজিট
গ) প্যাসেঞ্জার র্যাপিড ট্রানজিট
ঘ) পাসারবাই র্যাপিড ট্রানজিট
Note : ঢাকার মেট্রোরেল প্রকল্পের আনুষ্ঠানিক বা দাপ্তরিক নাম হলো ম্যাস র্যাপিড ট্রানজিট (Mass Rapid Transit), সংক্ষেপে এমআরটি (MRT)।
ক) এক ধরনের বোমা
খ) এক ধরনের বিমান
গ) এক ধরনের কেমিক্যাল
ঘ) এক ধরনের হেলিকপ্টার
Note : বি-৫২ স্ট্র্যাটোফোরট্রেস (B-52 Stratofortress) হলো মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নির্মিত একটি দূরপাল্লার, সাবসনিক, জেট-চালিত কৌশলগত বোমারু বিমান।
ক) ঢাকা-সিলেট
খ) ঢাকা-চট্টগ্রাম
গ) ঢাকা-পঞ্চগড়
ঘ) ঢাকা-খুলনা
Note : বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম রেলপথ হলো 'ঢাকা-পঞ্চগড়' রুট। পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হওয়ায় এই রুটের দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
ক) নোয়াখালী
খ) টাঙ্গাইল
গ) সাতক্ষীরা
ঘ) হবিগঞ্জ
Note : প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সাতক্ষীরা জেলায় কোনো রেললাইন বা রেল যোগাযোগ ব্যবস্থা নেই। নোয়াখালী, টাঙ্গাইল ও হবিগঞ্জ জেলায় রেল যোগাযোগ রয়েছে।
জব সলুশন