ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম —

ক) মাস র‍্যাপিড ট্রানজিট
খ) কমিউটার র‍্যাপিড ট্রানজিট
গ) প্যাসেঞ্জার র‍্যাপিড ট্রানজিট
ঘ) পাসারবাই র‍্যাপিড ট্রানজিট
বিস্তারিত ব্যাখ্যা:
ঢাকার মেট্রোরেল প্রকল্পের আনুষ্ঠানিক বা দাপ্তরিক নাম হলো ম্যাস র‍্যাপিড ট্রানজিট (Mass Rapid Transit), সংক্ষেপে এমআরটি (MRT)।

Related Questions

ক) এক ধরনের বোমা
খ) এক ধরনের বিমান
গ) এক ধরনের কেমিক্যাল
ঘ) এক ধরনের হেলিকপ্টার
Note : বি-৫২ স্ট্র্যাটোফোরট্রেস (B-52 Stratofortress) হলো মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নির্মিত একটি দূরপাল্লার, সাবসনিক, জেট-চালিত কৌশলগত বোমারু বিমান।
ক) ঢাকা-সিলেট
খ) ঢাকা-চট্টগ্রাম
গ) ঢাকা-পঞ্চগড়
ঘ) ঢাকা-খুলনা
Note : বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম রেলপথ হলো 'ঢাকা-পঞ্চগড়' রুট। পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হওয়ায় এই রুটের দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
ক) নোয়াখালী
খ) টাঙ্গাইল
গ) সাতক্ষীরা
ঘ) হবিগঞ্জ
Note : প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সাতক্ষীরা জেলায় কোনো রেললাইন বা রেল যোগাযোগ ব্যবস্থা নেই। নোয়াখালী, টাঙ্গাইল ও হবিগঞ্জ জেলায় রেল যোগাযোগ রয়েছে।
ক) জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করে
খ) দারিদ্র্য হ্রাস করে
গ) কৃষি ও শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে
ঘ) কৃষি, শিল্প, যোগাযোগ ও সেবাখাতে প্রযুক্তির ব্যবহার করে
Note : জাতীয় আয় বৃদ্ধির জন্য একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। কৃষি, শিল্প, যোগাযোগ এবং সেবা—এই সকল প্রধান খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎপাদনশীলতা বহুগুণে বাড়িয়ে দেয়, যা জাতীয় আয় বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। অন্য বিকল্পগুলোও সঠিক, কিন্তু এটি সবচেয়ে ব্যাপক ও কার্যকর।
ক) কৃষি ও বনা
খ) মৎস্য
গ) শিল্প
ঘ) সেবা
Note : জিডিপির হিসাব অনুযায়ী, পানি শোধন ও সরবরাহ, বিদ্যুৎ এবং গ্যাস খাতকে 'শিল্প' খাতের অংশ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এখানে প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী করা হয়।
ক) শিল্পখাত
খ) কৃষি ও বনজ খাত
গ) সেবা খাত
ঘ) মৎস্য খাত
Note : খাদ্যশস্য, শাকসবজি এবং বন থেকে প্রাপ্ত সম্পদসমূহ (যেমন: কাঠ, মধু) সরাসরি প্রকৃতি থেকে আহরিত হয় এবং এগুলোকে 'কৃষি ও বনজ খাত'-এর অন্তর্ভুক্ত করা হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন