বিদ্র্যেহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) অগ্নিবীণা
খ) বিষের বাঁশি
গ) দোলন চাঁপা
ঘ) বাঁধনহারা
বিস্তারিত ব্যাখ্যা:
'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২)-এর দ্বিতীয় কবিতা। এই একটি কবিতার মাধ্যমেই তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে ব্যাপক পরিচিতি ও খ্যাতি লাভ করেন। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা হিসেবে বিবেচিত হয়।
Related Questions
ক) পিতা-কন্যা
খ) চাচা-ভাতিজা
গ) শ্বশুর - পূত্রবধূ
ঘ) ভাই-বোন
Note : A-এর পুত্র B, সুতরাং A হলো B-এর পিতা/মাতা। B-এর ভাই E, সুতরাং E-ও A-এর পুত্র। D হলো E-এর স্ত্রী। অতএব, D হলো A-এর পুত্রবধূ এবং A হলো D-এর শ্বশুর/শাশুড়ি। সুতরাং সম্পর্কটি শ্বশুর-পুত্রবধূ।
ক) V
খ) T
গ) U
ঘ) W
Note : N (14) এবং R (18) এর মাঝখানের অক্ষরগুলো হলো O, P, Q। এদের মধ্যে মধ্যবর্তী অক্ষরটি হলো P (16)। P-এর ডান দিকের পঞ্চম অক্ষর হলো U (16+5=21)। U-এর পরের অক্ষরটি হলো V (22)।
ক) রবিবার
খ) সোমবার
গ) মঙ্গলবার
ঘ) বুধবার
Note : মাসের ২য় দিন সোমবার। ১৮তম দিনের পার্থক্য = ১৮ - ২ = ১৬ দিন। প্রতি ৭ দিন পর একই বার ফিরে আসে। ১৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ২ (১৬ = ৭×২ + ২)। সুতরাং, ১৮তম দিনটি হবে সোমবারের ২ দিন পর, অর্থাৎ বুধবার।
ক) বৃহস্পতিবার
খ) শুক্রবার
গ) রবিবার
ঘ) শনিবার
Note : যদি বছরটি লিপ ইয়ার না হয়, তবে বছরের যেকোনো তারিখ পরের বছর ঠিক তার পরের বারে পড়ে। ১৯৯৫ সাল লিপ ইয়ার নয়। সুতরাং, ১লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে পরের বছর একই তারিখে শুক্রবার হবে।
ক) ২(দুই)নম্বর
খ) ৩ (তিন)নম্বর
গ) ৫ (পাঁচ) নম্বর
ঘ) ৪ (চার)নম্বর
Note : মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ২ নং সেক্টরের অধীনে ছিল। এই সেক্টরের কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ. টি. এম. হায়দার। এই সেক্টরের আওতায় ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালী জেলার অংশবিশেষ ছিল।
ক) ইটালী
খ) তুরস্ক
গ) গ্রীস
ঘ) ফ্রান্স
Note : হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে বর্ণিত কিংবদন্তীর ট্রয় নগরীর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত।
জব সলুশন