যদি মাসের ২য় দিন সোমাবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
ক) রবিবার
খ) সোমবার
গ) মঙ্গলবার
ঘ) বুধবার
বিস্তারিত ব্যাখ্যা:
মাসের ২য় দিন সোমবার। ১৮তম দিনের পার্থক্য = ১৮ - ২ = ১৬ দিন। প্রতি ৭ দিন পর একই বার ফিরে আসে। ১৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ২ (১৬ = ৭×২ + ২)। সুতরাং, ১৮তম দিনটি হবে সোমবারের ২ দিন পর, অর্থাৎ বুধবার।
Related Questions
ক) বৃহস্পতিবার
খ) শুক্রবার
গ) রবিবার
ঘ) শনিবার
Note : যদি বছরটি লিপ ইয়ার না হয়, তবে বছরের যেকোনো তারিখ পরের বছর ঠিক তার পরের বারে পড়ে। ১৯৯৫ সাল লিপ ইয়ার নয়। সুতরাং, ১লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে পরের বছর একই তারিখে শুক্রবার হবে।
ক) ২(দুই)নম্বর
খ) ৩ (তিন)নম্বর
গ) ৫ (পাঁচ) নম্বর
ঘ) ৪ (চার)নম্বর
Note : মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ২ নং সেক্টরের অধীনে ছিল। এই সেক্টরের কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ. টি. এম. হায়দার। এই সেক্টরের আওতায় ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালী জেলার অংশবিশেষ ছিল।
ক) ইটালী
খ) তুরস্ক
গ) গ্রীস
ঘ) ফ্রান্স
Note : হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে বর্ণিত কিংবদন্তীর ট্রয় নগরীর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত।
ক) দক্ষিণ -পশ্চিমাঞ্চল
খ) পশ্চিমাঞ্চল
গ) উত্তর-পশ্চিমাঞ্চল
ঘ) উত্তর-পূর্বাঞ্চল
Note : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ইত্যাদি) পাহাড়ি ঢল এবং স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায়শই আকস্মিক বন্যা বা Flash Flood দেখা দেয়।
ক) বছরে একবার
খ) বছরে দুইবার
গ) বছরে তিনবার
ঘ) এর কোনটিই নহে
Note : শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার বছরে দুইবার (সাধারণত ৬ মাস অন্তর) জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ায়।
ক) জুন ২২, ১৭৫৭
খ) জুন ২৪, ১৭৫৭
গ) জুন ২৩, ১৭৫৭
ঘ) জুন ২৫, ১৭৫৭
Note : ঐতিহাসিক পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে নবাবের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
জব সলুশন