His honesty cannot be _____

ক) taken into account
খ) brought to light
গ) called in question
ঘ) taken into question
বিস্তারিত ব্যাখ্যা:
'To call something in question' একটি idiom, যার অর্থ কোনো কিছুর সত্যতা বা যথার্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করা। তার সততাকে প্রশ্নবিদ্ধ করা যায় না, এই অর্থ প্রকাশ করতে 'called in question' সঠিক phrase।

Related Questions

ক) Man needs water too
খ) Man needs after things too
গ) Man is never content
ঘ) Man needs other food also
Note : এর ভাবার্থ হলো মানুষের বেঁচে থাকার জন্য শুধু জাগতিক বা শারীরিক প্রয়োজন (যেমন- খাবার) যথেষ্ট নয়, তার আত্মিক, মানসিক এবং আবেগিক চাহিদাও রয়েছে। তাই 'Man needs other things too' সঠিক ব্যাখ্যা।
ক) thorm in the flesh
খ) storm in a tep cup
গ) nail in his coffin
ঘ) spoke in his wheel
Note : 'A nail in someone's coffin' একটি idiom যার অর্থ এমন কোনো কাজ বা অভ্যাস যা কারো মৃত্যু বা ধ্বংসকে ত্বরান্বিত করে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মৃত্যুকে এগিয়ে আনে, তাই এই প্রেক্ষাপটে idiom-টি সঠিক।
ক) a soldier
খ) a thirsty man
গ) a valuable employee
ঘ) a highly paid worker
Note : এই idiom-এর অর্থ হলো একজন ব্যক্তি তার বেতনের যোগ্য বা একজন দক্ষ ও মূল্যবান কর্মী। 'highly paid worker' অপশনটি এই অর্থের কাছাকাছি, যদিও 'valuable employee' আরও সঠিক। তবে প্রদত্ত অপশন অনুযায়ী D নির্বাচন করা হয়েছে।
ক) A very costly possession
খ) An elephant of white colour
গ) A hoarder
ঘ) A black marketer
Note : এই idiom-টির উৎস থাইল্যান্ডের একটি পুরোনো প্রথা থেকে। 'A white elephant' বলতে এমন কোনো জিনিস বা সম্পত্তিকে বোঝায় যা খুবই মূল্যবান বা অর্জন করা কঠিন, কিন্তু তার রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল এবং সেটি থেকে কোনো লাভ আসে না।
ক) Watch over the fence
খ) Sit on a height
গ) Remain neutral in a dispute
ঘ) Sit idly
Note : To sit on the fence' এর ভাবার্থ হলো কোনো বিতর্ক বা ঝগড়ায় কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকা বা সিদ্ধান্তহীনতায় ভোগা।
ক) Just before
খ) Just after
গ) Dark evening
ঘ) Beautiful evening
Note : এই phrase-টি সময়ের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দেশ করে। 'On the eve of' এর অর্থ হলো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা দিনের ঠিক পূর্ববর্তী সময়ে বা প্রাক্কালে (immediately before an event)।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন