তালপাতার সেপাই' বাগধারাটির অর্থ কী?

ক) মূর্খ
খ) মুখ্য
গ) রোগা
ঘ) ছিপছিপে
বিস্তারিত ব্যাখ্যা:
তালপাতা খুব হালকা ও দুর্বল। তালপাতা দিয়ে বানানো সেপাইয়ের কোনো শক্তি থাকে না। তাই 'তালপাতার সেপাই' বাগধারাটি দ্বারা খুব দুর্বল বা ক্ষীণকায় ব্যক্তিকে বোঝানো হয়, যা 'ছিপছিপে' শব্দের কাছাকাছি।

Related Questions

ক) সুসময়ের বন্ধু
খ) স্বার্থপর ব্যক্তি
গ) বেহায়া
ঘ) চালবাজি লোক
Note : মাছি যেমন দুধ বা মিষ্টির ওপর এসে বসে, কিন্তু দুধ ফুরিয়ে গেলে চলে যায়, তেমনি যে বন্ধুরা শুধু সুসময়ে পাশে থাকে এবং দুঃসময়ে চলে যায়, তাদের 'দুধের মাছি' বলা হয়।
ক) চির অশান্তি
খ) ভীষণ চক্রান্ত
গ) অপচয়
ঘ) মীমাংসা
Note : 'নয় ছয়' বাগধারাটির অর্থ হলো অর্থের বা কোনো জিনিসের অপচয় বা অপব্যয় করা। যেমন: টাকা-পয়সা নয়-ছয় করা মানে অপব্যয় করা।
ক) অহংকারী
খ) তোষামোদকারী
গ) স্পষ্টভাষী
ঘ) নাছোড়বান্দা
Note : 'পায়াভারী' বাগধারাটি এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি নিজেকে অন্যদের চেয়ে গুরুত্বপূর্ণ বা श्रेष्ठ মনে করেন, অর্থাৎ অহংকারী বা গর্বিত।
ক) অরাজকতা
খ) নতুন আগমন
গ) কপট ব্যক্তি
ঘ) অসম্ভব বস্তু
Note : আরাকানি দস্যুদের (মগ) অত্যাচারিত শাসনামল থেকে 'মগের মুলুক' কথাটি এসেছে। এর অর্থ এমন দেশ বা অবস্থা যেখানে কোনো আইন-কানুন বা শাসন নেই, অর্থাৎ অরাজক পরিস্থিতি।
ক) বুদ্ধির ঢেকি
খ) গভীর জলের মাছ
গ) ভূশস্রির কাক
ঘ) জ্ঞানপিপাসু
Note : গভীর জলের মাছ' (চতুর ব্যক্তি) এবং 'বুদ্ধির ঢেঁকি' (নির্বোধ) বাগধারা। 'জ্ঞানপিপাসু' হলো এক কথায় প্রকাশ, যার অর্থ জ্ঞান লাভের তীব্র ইচ্ছা আছে যার। এখানে এটিই সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে, যদিও সরাসরি বাগধারা নয়।
ক) রাজা উজিরকে মেরে ফেলা
খ) এদিক ওদিক বলা
গ) যা নয় তাই বলা
ঘ) লম্বা চওড়া কথা বলা
Note : 'রাজা উজির মারা' বাগধারাটির অর্থ হলো ভিত্তিহীন বা অপ্রয়োজনীয় বড় বড় কথা বলা, যা বাস্তবে কোনো গুরুত্ব বহন করে না। অর্থাৎ, লম্বা-চওড়া বা অসার গল্প করা।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন