মগের মুলুক বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি?
ক) অরাজকতা
খ) নতুন আগমন
গ) কপট ব্যক্তি
ঘ) অসম্ভব বস্তু
বিস্তারিত ব্যাখ্যা:
আরাকানি দস্যুদের (মগ) অত্যাচারিত শাসনামল থেকে 'মগের মুলুক' কথাটি এসেছে। এর অর্থ এমন দেশ বা অবস্থা যেখানে কোনো আইন-কানুন বা শাসন নেই, অর্থাৎ অরাজক পরিস্থিতি।
Related Questions
ক) বুদ্ধির ঢেকি
খ) গভীর জলের মাছ
গ) ভূশস্রির কাক
ঘ) জ্ঞানপিপাসু
Note : গভীর জলের মাছ' (চতুর ব্যক্তি) এবং 'বুদ্ধির ঢেঁকি' (নির্বোধ) বাগধারা। 'জ্ঞানপিপাসু' হলো এক কথায় প্রকাশ, যার অর্থ জ্ঞান লাভের তীব্র ইচ্ছা আছে যার। এখানে এটিই সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে, যদিও সরাসরি বাগধারা নয়।
ক) রাজা উজিরকে মেরে ফেলা
খ) এদিক ওদিক বলা
গ) যা নয় তাই বলা
ঘ) লম্বা চওড়া কথা বলা
Note : 'রাজা উজির মারা' বাগধারাটির অর্থ হলো ভিত্তিহীন বা অপ্রয়োজনীয় বড় বড় কথা বলা, যা বাস্তবে কোনো গুরুত্ব বহন করে না। অর্থাৎ, লম্বা-চওড়া বা অসার গল্প করা।
ক) উনিশ-বিশ
খ) এলাহি কাণ্ড
গ) এসপার ওসপার
ঘ) কপাল ফেরা
Note : 'এলাহি কাণ্ড' বাগধারাটি দ্বারা কোনো বিশাল বা জাঁকজমকপূর্ণ আয়োজনকে বোঝানো হয়। 'এলাহি' শব্দটি এখানে ব্যাপকতা বা বিশালতা অর্থে ব্যবহৃত হয়েছে।
ক) সু সময়ের বন্ধু
খ) ভণ্ড সাধু
গ) নিরেট মূর্খ
ঘ) মুখে মধু অন্তরে বিষ
Note : বক সাদা ও শান্ত প্রকৃতির পাখি, কিন্তু সে সুযোগ পেলেই মাছ শিকার করে। এই আচরণ থেকে 'বক ধার্মিক' বাগধারাটি এসেছে, যার অর্থ বাইরে সাধুর মত আচরণকারী কিন্তু ভেতরে অসৎ বা ভণ্ড ব্যক্তি।
ক) মাথায় বিপদ
খ) আসন্ন বিপদ
গ) মহাবিপদ
ঘ) বিপন্ন
Note : 'সংক্রান্তি' হলো মাসের শেষ দিন, যা একটি পরিবর্তন বা শেষের ইঙ্গিত দেয়। 'শিরে সংক্রান্তি' বা 'মাথার ওপর সংক্রান্তি' বাগধারাটির অর্থ হলো বিপদ খুব নিকটে বা আসন্ন বিপদ।
ক) আটকপালে
খ) উড়নচন্ডী
গ) ছো-পোষা
ঘ) ভূশন্ডির কাক
Note : 'আটকপালে' বাগধারাটি এমন ব্যক্তিকে বোঝায় যার ভাগ্য খারাপ বা যে হতভাগ্য। 'কপাল' শব্দের সাথে 'আট' যুক্ত হয়ে ভাগ্যহীনতার অর্থ প্রকাশ করে।
জব সলুশন