নিম্নের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?

ক) অঙ্গন, কঙ্কন
খ) উজ্জ্বল, মূমুর্ষু
গ) বাণী, বীণা
ঘ) স্বান্তনা,আয়ত্ব
বিস্তারিত ব্যাখ্যা:
'বাণী' (কথা) এবং 'বীণা' (বাদ্যযন্ত্র) উভয় বানানই শুদ্ধ। অন্যান্য অপশনে ভুল আছে: 'অঙ্গন' শুদ্ধ কিন্তু 'কঙ্কন' নয়, সঠিক বানান 'কঙ্কণ'। 'উজ্জ্বল' শুদ্ধ কিন্তু 'মূমুর্ষু' নয়, সঠিক বানান 'মুমূর্ষু'। 'স্বান্তনা' ও 'আয়ত্ব' দুটোই ভুল, সঠিক বানান 'সান্ত্বনা' ও 'আয়ত্ত'।

Related Questions

ক) পূর্বাহ্ণ
খ) মধ্যাহ্
গ) অপরাহ্ন
ঘ) সায়াহ্ন
Note : ণ-ত্ব বিধানের একটি বিশেষ নিয়ম হলো, 'অহ্ন' (দিন) শব্দের সাথে 'পূর্ব' যুক্ত হলে 'ন' পরিবর্তিত হয়ে 'ণ' হয়। তাই পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ। কিন্তু 'অপর', 'মধ্য', 'সায়' ইত্যাদির পর 'অহ্ন' শব্দের 'ন' অপরিবর্তিত থাকে। তাই মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন বানানে 'ন' হবে।
ক) মুহুর্মুহু
খ) মুহূর্মুহু
গ) মূহুর্মুহু
ঘ) মুহূর্মুহূ
Note : 'মুহুর্মুহু' একটি ক্রিয়া-বিশেষণ, যার অর্থ 'বারবার' বা 'ঘনঘন'। এর সঠিক বানানে প্রথম ও তৃতীয় সিলেবলে হ্রস্ব-উকার (ু) এবং দ্বিতীয় সিলেবলে দীর্ঘ-ঊকার (ূ) বসে। অর্থাৎ, মুহুঃ + মুহুঃ = মুহুর্মুহু (বিসর্গ সন্ধির নিয়ম)।
ক) পূবালী
খ) যুধ্যমান
গ) আকাঙ্ক্ষা
ঘ) আশিস
Note : সঠিক বানান হলো 'পুবালি'। 'পূর্ব' শব্দের সাথে 'আলি' প্রত্যয় যুক্ত হলে 'উ-কার' দীর্ঘ না হয়ে হ্রস্ব হয়। 'যুধ্যমান' (যুদ্ধে রত), 'আকাঙ্ক্ষা' (ইচ্ছা) এবং 'আশিস' (আশীর্বাদ) বানানগুলো শুদ্ধ।
ক) সৌজন্নতা
খ) সৌজন্যতা
গ) সৌজনতা
ঘ) সৌজন্য
Note : 'সৌজন্য' একটি বিশেষ্য পদ, যার অর্থ 'সজ্জন বা সুন্দর আচরণ'। এর সাথে পুনরায় '-তা' প্রত্যয় যোগ করলে তা বাহুল্য দোষে দুষ্ট হয়। তাই 'সৌজন্যতা' বা 'সৌজন্নতা' ভুল। সঠিক শব্দ হলো 'সৌজন্য'।
ক) তদানুসারে
খ) তদনুসারে
গ) তদণুসারে
ঘ) তদানুশারে
Note : শব্দটি 'তৎ' এবং 'অনুসারে' এই দুটি পদের সমন্বয়ে গঠিত। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী, 'ৎ' (খন্ড-ত) এর পরে স্বরবর্ণ থাকলে 'ৎ' স্থানে 'দ' হয়। তাই, তৎ + অনুসারে = তদনুসারে। অন্য বিকল্পগুলো ভুল কারণ সেগুলোতে অপ্রয়োজনীয় 'আ-কার' বা ভুল বর্ণের (ণ, শ) ব্যবহার করা হয়েছে।
ক) Generation Alfa
খ) Generation Beta
গ) Generation Gama
ঘ) Generation Alfa X
Note : বিভিন্ন প্রজন্মকে বিভিন্ন নামে চিহ্নিত করা হয় (যেমন: Baby Boomers, Gen X, Millennials, Gen Z)। জেনারেশন জি (Gen Z) এর পরবর্তী প্রজন্ম, অর্থাৎ ২০১০ সালের পর থেকে জন্ম নেওয়া শিশুদের 'জেনারেশন আলফা' (Generation Alpha) নামে অভিহিত করা হয়।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন