কোন বানানটি শুদ্ধ?
ক) মুহুর্মুহু
খ) মুহূর্মুহু
গ) মূহুর্মুহু
ঘ) মুহূর্মুহূ
বিস্তারিত ব্যাখ্যা:
'মুহুর্মুহু' একটি ক্রিয়া-বিশেষণ, যার অর্থ 'বারবার' বা 'ঘনঘন'। এর সঠিক বানানে প্রথম ও তৃতীয় সিলেবলে হ্রস্ব-উকার (ু) এবং দ্বিতীয় সিলেবলে দীর্ঘ-ঊকার (ূ) বসে। অর্থাৎ, মুহুঃ + মুহুঃ = মুহুর্মুহু (বিসর্গ সন্ধির নিয়ম)।
Related Questions
ক) পূবালী
খ) যুধ্যমান
গ) আকাঙ্ক্ষা
ঘ) আশিস
Note : সঠিক বানান হলো 'পুবালি'। 'পূর্ব' শব্দের সাথে 'আলি' প্রত্যয় যুক্ত হলে 'উ-কার' দীর্ঘ না হয়ে হ্রস্ব হয়। 'যুধ্যমান' (যুদ্ধে রত), 'আকাঙ্ক্ষা' (ইচ্ছা) এবং 'আশিস' (আশীর্বাদ) বানানগুলো শুদ্ধ।
ক) সৌজন্নতা
খ) সৌজন্যতা
গ) সৌজনতা
ঘ) সৌজন্য
Note : 'সৌজন্য' একটি বিশেষ্য পদ, যার অর্থ 'সজ্জন বা সুন্দর আচরণ'। এর সাথে পুনরায় '-তা' প্রত্যয় যোগ করলে তা বাহুল্য দোষে দুষ্ট হয়। তাই 'সৌজন্যতা' বা 'সৌজন্নতা' ভুল। সঠিক শব্দ হলো 'সৌজন্য'।
ক) তদানুসারে
খ) তদনুসারে
গ) তদণুসারে
ঘ) তদানুশারে
Note : শব্দটি 'তৎ' এবং 'অনুসারে' এই দুটি পদের সমন্বয়ে গঠিত। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী, 'ৎ' (খন্ড-ত) এর পরে স্বরবর্ণ থাকলে 'ৎ' স্থানে 'দ' হয়। তাই, তৎ + অনুসারে = তদনুসারে। অন্য বিকল্পগুলো ভুল কারণ সেগুলোতে অপ্রয়োজনীয় 'আ-কার' বা ভুল বর্ণের (ণ, শ) ব্যবহার করা হয়েছে।
ক) Generation Alfa
খ) Generation Beta
গ) Generation Gama
ঘ) Generation Alfa X
Note : বিভিন্ন প্রজন্মকে বিভিন্ন নামে চিহ্নিত করা হয় (যেমন: Baby Boomers, Gen X, Millennials, Gen Z)। জেনারেশন জি (Gen Z) এর পরবর্তী প্রজন্ম, অর্থাৎ ২০১০ সালের পর থেকে জন্ম নেওয়া শিশুদের 'জেনারেশন আলফা' (Generation Alpha) নামে অভিহিত করা হয়।
ক) Open Al
খ) Open AL
গ) Open AA
ঘ) Open AP
Note : চ্যাটজিপিটি (ChatGPT) হলো একটি বৃহৎ ভাষা মডেল (LLM), যা মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা 'ওপেনএআই' (OpenAI) দ্বারা তৈরি ও ডেভেলপ করা হয়েছে।
ক) 18
খ) 22
গ) 21
ঘ) 19
Note : ২০২৫ সালের জন্য মোট ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 'একুশে পদক' দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জব সলুশন