'The Kyoto Protocol' কী?

ক) অস্ত্র সরবরাহ সংক্রান্ত চুক্তি
খ) খাদ্য সরবরাহ সংক্রান্ত চুক্তি
গ) গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ সংক্রান্ত চুক্তি
ঘ) সীমান্ত চুক্তি
বিস্তারিত ব্যাখ্যা:
কিয়োটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) সাথে সংযুক্ত। ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে স্বাক্ষরিত এই চুক্তির প্রধান লক্ষ্য ছিল শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস (যেমন কার্বন ডাই অক্সাইড) নিঃসরণ হ্রাসের আইনি বাধ্যবাধকতা তৈরি করা।

Related Questions

ক) যুক্তরাষ্ট্র
খ) প্রাচীন গ্রীস
গ) প্রাচীন রোম
ঘ) প্রাচীন ভারত
Note : গণতন্ত্র বা 'Democracy' (demos - জনগণ, kratos - শাসন) ধারণার উদ্ভব হয়েছিল প্রাচীন গ্রীসের এথেন্স নগর-রাষ্ট্রে, খ্রিস্টপূর্ব ৫ম শতকে। সেখানে নাগরিকরা সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করত, যা প্রত্যক্ষ গণতন্ত্রের প্রথম উদাহরণ হিসেবে পরিচিত।
ক) ম্যারিয়ানা ট্রেঞ্চ
খ) ডেড সী
গ) বৈকাল হ্রদ
ঘ) লোহিত সাগর
Note : প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত ম্যারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এর গভীরতম বিন্দু, চ্যালেঞ্জার ডিপ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ মিটার (প্রায় ১১ কিলোমিটার) নিচে অবস্থিত।
ক) UNEP
খ) IPCC
গ) UNFCC
ঘ) IUCN
Note : 'কপ' (COP) বা 'Conference of the Parties' হলো UNFCCC (United Nations Framework Convention on Climate Change)-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। UNFCCC হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য গঠিত। এই সংস্থার অধীনে প্রতি বছর কপ সম্মেলন আয়োজন করা হয়।
ক) মায়ানমার
খ) ভারত
গ) ভুটান
ঘ) রাশিয়া
Note : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এর কয়েক ঘন্টা পরে ভারত দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তাই প্রথম স্বীকৃতিদাতা দেশ হলো ভুটান।
ক) ২৪ অক্টোবর, ২০২৫
খ) ২৪ নভেম্বর, ২০২৫
গ) ২৪ অক্টোবর, ২০২৬
ঘ) ২৪ নভেম্বর, ২০২৬
Note : জাতিসংঘের সাধারণ পরিষদ ২৪ নভেম্বর ২০২১ তারিখে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (Least Developed Country - LDC) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ অনুমোদন করে। এই সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময় শেষে ২৪ নভেম্বর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
ক) ফরাসি
খ) ইংরেজি
গ) ল্যাটিন
ঘ) ইতালিয়
Note : 'ফ্যাসিবাদ' বা 'Fascism' শব্দটি ইতালীয় শব্দ 'fascismo' থেকে এসেছে, যা আবার ল্যাটিন শব্দ 'fasces' থেকে উদ্ভূত। 'Fasces' বলতে বোঝায় রড বা দণ্ডগুচ্ছ, যা প্রাচীন রোমে কর্তৃত্ব ও শক্তির প্রতীক ছিল। ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনি এই ধারণা ও প্রতীক ব্যবহার করে তার রাজনৈতিক মতাদর্শের নামকরণ করেন।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন