নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
ক) ডেঙ্গুজ্বর
খ) স্মলপক্স
গ) কোভিড-১৯
ঘ) পোলিও
বিস্তারিত ব্যাখ্যা:
ভাইরাসকে তাদের জেনেটিক উপাদান (DNA বা RNA) অনুযায়ী ভাগ করা হয়। স্মলপক্স (গুটিবসন্ত) রোগটি Variola virus দ্বারা সৃষ্ট, যা একটি DNA ভাইরাস। অন্যদিকে, ডেঙ্গু, কোভিড-১৯ এবং পোলিও রোগগুলো RNA ভাইরাস দ্বারা ঘটে।
Related Questions
ক) বায়োইনফরমেটিক্স
খ) বায়োমেট্রিক
গ) বায়োকেমিস্ট্রি
ঘ) কোনটিই নয়
Note : বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হলো এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যেখানে জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রকৌশল এবং গণিত ব্যবহার করে জীববৈজ্ঞানিক তথ্য (যেমন ডিএনএ, আরএনএ এবং প্রোটিন সিকোয়েন্স) বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়।
ক) 6
খ) ৬ এর বেশি
গ) ৬ এর কম
ঘ) ৫ এর কম
Note : পানির pH মাত্রা মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের ডিম ও পোনার জন্য আদর্শ pH হলো ৭.০ থেকে ৮.৫। যদি পানির pH মাত্রা ৬.০-এর নিচে নেমে যায় তবে তা অম্লীয় হয়ে পড়ে এবং মাছের ডিমের আবরণ শক্ত হয়ে যায়, ফলে পোনা বের হতে পারে না। pH ৫-এর নিচে গেলে ডিম পুরোপুরি নষ্ট হয়ে যায়।
ক) ৫ সে.মি.
খ) ১০ সে.মি.
গ) ২৫ সে.মি.
ঘ) ৫০ সে.মি.
Note : একজন স্বাভাবিক দৃষ্টিশক্তিসম্পন্ন প্রাপ্তবয়স্ক মানুষের চোখের জন্য স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো ২৫ সেন্টিমিটার (বা প্রায় ১০ ইঞ্চি)। এই দূরত্বে কোনো বস্তু রাখলে চোখ কোনো চাপ ছাড়াই স্বাচ্ছন্দ্যে দেখতে পারে।
ক) নদীর
খ) ঝরণার
গ) সমুদ্রের
ঘ) পুকুরের
Note : বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল আনুমানিক ৩.৮ বিলিয়ন বছর আগে আদিম সমুদ্রের পানিতে। সমুদ্রের পানিতে বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণ এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট অনুকূল পরিবেশে প্রথম প্রাণের উদ্ভব ঘটে।
ক) O2
খ) CO2
গ) Cl2
ঘ) N2
Note : রক্তরস বা প্লাজমা রক্তের জলীয় অংশ। এর মাধ্যমে অক্সিজেন (O2), কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং নাইট্রোজেন (N2) গ্যাসীয় পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। কিন্তু ক্লোরিন (Cl2) গ্যাস হিসেবে রক্তরসে থাকে না, এটি ক্লোরাইড আয়ন (Cl-) হিসেবে থাকে।
ক) ৮০ দিন
খ) ১০০ দিন
গ) ১২০ দিন
ঘ) ১৫০ দিন
Note : মানবদেহের রক্তে তিন প্রকার রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার (Red Blood Cell) গড় আয়ু সবচেয়ে বেশি। একটি লোহিত রক্তকণিকা উৎপত্তির পর গড়ে প্রায় ১২০ দিন পর্যন্ত জীবিত থাকে।
জব সলুশন