রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই?

ক) O2
খ) CO2
গ) Cl2
ঘ) N2
বিস্তারিত ব্যাখ্যা:
রক্তরস বা প্লাজমা রক্তের জলীয় অংশ। এর মাধ্যমে অক্সিজেন (O2), কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং নাইট্রোজেন (N2) গ্যাসীয় পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। কিন্তু ক্লোরিন (Cl2) গ্যাস হিসেবে রক্তরসে থাকে না, এটি ক্লোরাইড আয়ন (Cl-) হিসেবে থাকে।

Related Questions

ক) ৮০ দিন
খ) ১০০ দিন
গ) ১২০ দিন
ঘ) ১৫০ দিন
Note : মানবদেহের রক্তে তিন প্রকার রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার (Red Blood Cell) গড় আয়ু সবচেয়ে বেশি। একটি লোহিত রক্তকণিকা উৎপত্তির পর গড়ে প্রায় ১২০ দিন পর্যন্ত জীবিত থাকে।
ক) কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড
খ) কিলোগ্রাম, গ্রাম, আউন্স
গ) গ্রাম, পাউন্ড, কিলোগ্রাম
ঘ) পাউন্ড, কিলোগ্রাম, গ্রাম
Note : বিভিন্ন পরিমাপ পদ্ধতিতে ভরের একক ভিন্ন ভিন্ন। MKS (মিটার-কিলোগ্রাম-সেকেন্ড) পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। CGS (সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড) পদ্ধতিতে ভরের একক গ্রাম। FPS (ফুট-পাউন্ড-সেকেন্ড) পদ্ধতিতে ভরের একক পাউন্ড। সুতরাং, সঠিক ক্রম হলো কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড।
ক) তামা ও টিন
খ) তামা ও নিকেল
গ) তামা ও সিসা
ঘ) তামা ও দস্তা
Note : কাঁসা একটি সংকর ধাতু। এর প্রধান উপাদান হলো তামা (Copper) এবং টিন (Tin)। তামা ও দস্তার মিশ্রণে তৈরি হয় পিতল। তাই সঠিক উত্তর তামা ও টিন।
ক) '{7, 8, 9}'
খ) '{0, 8, 9}'
গ) '{8, 9}'
ঘ) '{6, 7, 9}'
Note : এখানে, সার্বিক সেট U = {0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}। A' (A-এর পূরক সেট) = U - A = {5, 6, 7, 8, 9}। B' (B-এর পূরক সেট) = U - B = {0, 1, 7, 8, 9}। সুতরাং, A' ∩ B' (দুটি সেটের সাধারণ উপাদান) = {7, 8, 9}।
ক) ১ মি.
খ) ২ মি.
গ) ৩ মি.
ঘ) ৪ মি.
Note : ধরি, সমবাহু ত্রিভুজের মূল বাহুর দৈর্ঘ্য 'a' মিটার। ক্ষেত্রফল = (√3/4)a²। বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে নতুন বাহু হয় (a+2) এবং নতুন ক্ষেত্রফল হয় (√3/4)(a+2)²। প্রশ্নমতে, (√3/4)(a+2)² - (√3/4)a² = 3√3। (√3/4) কমন নিলে, [(a+2)² - a²] = 3√3। উভয় পক্ষ থেকে √3 বাদ দিলে, (1/4)[a²+4a+4-a²] = 3 => 4a+4 = 12 => 4a = 8 => a = 2। সুতরাং বাহুর দৈর্ঘ্য ২ মিটার।
ক) ২৪০°
খ) ২৭০°
গ) ২৮০°
ঘ) ৩২০°
Note : সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান ৬০°। AB বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয় তার মান ১৮০° - ৬০° = ১২০°। একইভাবে, AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের মানও হবে ১২০°। সুতরাং, উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি = ১২০° + ১২০° = ২৪০°।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন