টপিকঃ গড়

বিষয়

গণিত

Free Access - Limited to 10 questions total

1.

তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ, সংখ্যা তিনটির গড় কত?

ক) 6
খ) 3
গ) 5
ঘ) 4
Note :

মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক-১, ক, ক+১

প্রশ্নমতে,
(ক-১)(ক)(ক+১) = ৫(ক-১+ক+ক+১)
বা, ক(ক²-১) = ৫×৩ক
বা, ক²-১ = ১৫
বা, ক² = ১৬
∴ ক = ৪
সুতরাং সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫
এবং এদের গড় = (৩+৪+৫)/৩ = ৪

2.

তিনটি সংখ্যার গড় 56। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

ক) 18
খ) 24
গ) 35
ঘ) 42
Note :

মনে করি, দ্বিতীয় সংখ্যাটি = ক
তাহলে, প্রথম সংখ্যাটি = ২ক
তৃতীয় সংখ্যাটি = ৪ক 
প্রশ্নমতে,
(২ক+ক+৪ক)/৩ = ৫৬
⇒ ৭ক/৩ = ৫৬
⇒ ৭ক = ৫৬*৩
⇒ ৭ক = ১৬৮
⇒ ক = ১৬৮/৭ 
⇒ ক = ২৪
∴ দ্বিতীয় সংখ্যাটি = ২৪
প্রথম সংখ্যাটি = ২*২৪ = ৪৮ 
তৃতীয় সংখ্যাটি = ৪*২৪ = ৯৬ 
সুতরাং, ছোট সংখ্যাটি = ২৪ 

3.

পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

ক) ৪৪ বছর
খ) ৪০ বছর
গ) ৪২ বছর
ঘ) ৪৩ বছর
Note :

দুই বছর পর দুই পুত্রের বয়সের গড় হবে 12 বছর

দুই বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি হবে 12*2 = 24 বছর

সুতরাং বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি 24 - (2 + 2) = 20 বছর

দুই পুত্র ও পিতার বয়সের গড় বর্তমানে 20 বছর

 

দুই পুত্র ও পিতার বয়সের সমষ্টি বর্তমানে 20*3 = 60 বছর

এখন পিতার বয়স হবে 60 - 20 = 40 বছর

4.

৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১, ৩ সংখ্যাগুলোর গড় কত?

ক) 6
খ) 7.5
গ) 8
ঘ) 9
Note :

সংখ্যাগুলি: ৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১, ৩

১. সংখ্যাগুলির যোগফল:

৭+১২+১৭+৩+১১+৬+১+৩=৬০

২. সংখ্যাগুলির মোট পরিমাণ:

সংখ্যাগুলির মোট সংখ্যা = ৮

৩. গড় নির্ণয় করুন:
গড়= যোগফল/ মোট সংখ্যা = ৬০/৮=.

তাহলে, সংখ্যাগুলোর গড় হলো ৭.৫

5.

এক দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে?

ক) ০.০২৫
খ) ০.০৫
গ) ০.০৬
ঘ) ০.০৫৫
Note :

এক-দশমাংশ= ১/১০ = ০.১

এক-শতাংশ= ১/১০০ = ০.০১

∴নির্ণেয় গড় = (০.১+০.০১)/২

             = ০.০৫৫

6.

পাঁচটি সংখ্যার গড় ৪৬। সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫। পঞ্চম সংখ্যাটি কত?

ক) 48
খ) 49
গ) 50
ঘ) কোনটিই নয়
Note :

৫টি সংখ্যার সমষ্টি = ৫×৪৬ = ২৩০

৪টি " " " " " ৪× ৪৫ = ১৮০

সুতরাং ৫ম সংখ্যাটি = ( ২৩০ - ১৮০) = ৫০

উত্তরঃ ৫০

7.

একজন ছাত্র ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পরতো। সে কতগুলো কলম কিনল?

ক) ৬টি
খ) ৭টি
গ) ৫টি
ঘ) ১৫টি
Note :

মনেকরি,
সে কলম কিনেছিল = x টি
প্রশ্নমতে,
240/x -240/x+1 =1
⇒240(1/x-1/x+1)= 1
⇒ x + 1 - x/ x2 + x = 1/240
⇒1/x2+x = 1/240
⇒x²+x-240=0
⇒x² + 16x-15x - 240 = 0
⇒x(x+16) - 15(x+16) = 0
⇒(x+16)(x-15)=0
.:x-15= 0 [':'x ≠ -16]
⇒x=15

বিকল্প পদ্ধতি : 
 

ধরি, ছাত্রটি ক সংখ্যক  কলম কিনেছিল।

তাহলে, ১টি কলমের দাম = (২৪০/ক) টাকা

১টি কলম বেশি পেলে কলমের সংখ্যা = ক+১

তখন, ১টি কলমের দাম হবে = (২৪০/ক+১) টাকা

প্রশ্নমতে,
ক=১৫  এবং  ক= - ১৬(গ্রহণযোগ্য নহে)

সুতরাং, ছাত্রটি ১৫টি কলম কিনেছিল। (উত্তর)

 

8.

১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

ক) 25
খ) 22
গ) 23
ঘ) 24
Note :

নির্ণেয় গড় (১+৪৯)/২
                =৫০/২
                 =২৫

9.

৯টি সংখ্যার যোগফল ৫৩০। প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?

ক) 50
খ) 55
গ) 60
ঘ) 65
Note :

দেওয়া আছে,
৯টি সংখ্যার যোগফল ৫৩০
         
৫ টির গড় =৬২
 ৫ "    সমষ্টি=৫×৫৬
                   =২৮০

আবার ,

 শেষ ৫টির গড় =৬২
        ৫ টির সমষ্টি=৫×৬২=৩১০

অতএব,
 ১০ টির সমষ্টি =২৮০+৩১০=৫৯০
তাহলে ৫ম সংখ্যাটি ৫৯০-৫৩০=৬০

10.

পাঁচটি সংখ্যার সমষ্টি ১০০। ১ম ও ২য় সংখ্যার গড় ২০। ৩য় ও ৪র্থ সংখ্যার সমষ্টি ৫০ । শেষ সংখ্যাটি কত?

ক) 10
খ) 20
গ) 25
ঘ) 30
Note :

১০ টি সংখ্যার যোগফল = ১০০
প্রথম দুইটি সংখ্যার গড় = ২০
প্রথম দুইটি সংখ্যার সমষ্টি = ২০×২ = ৪০
৩য় ও ৪র্থ সংখ্যার সমষ্টি = ৫০

প্রথম চারটি সংখ্যার সমষ্টি = (৪০ + ৫০) = ৯০
অতএব ,পঞ্চম সংখ্যাটি =(১০০ - ৯০ ) = ১০ 

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade