টপিকঃ সমার্থক শব্দ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 30 questions total

1. 'কন্যা'র সমার্থক শব্দ-

ক) পন্নগ
খ) পরভৃত
গ) জায়া
ঘ) আত্মজা
Note :
আত্মজা মানে যে নিজের শরীর থেকে জন্মেছে অর্থাৎ কন্যা এবং পন্নগ মানে সাপ ও জায়া মানে স্ত্রী।

2. 'অপবাদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) দোষারোপ/অপযশ/নিন্দা
খ) অশ্লীল
গ) গালাগালি
ঘ) পরচর্চা
Note :
অপবাদ অর্থ হলো মিথ্যা দোষারোপ বা নিন্দা এবং অপযশ বা দুর্নাম তাই এটিই সঠিক সমার্থক শব্দগুচ্ছ।

3. 'অটবি' এর প্রতিশব্দ কোনটি?

ক) স্থির
খ) কুল
গ) নদী
ঘ) বন
Note :
অটবি শব্দের অর্থ বন বা জঙ্গল।

4. নীর ও নীড়-শব্দ যুগলের অর্থ কোনটি?

ক) পাখির বাসা ও আবাস
খ) আবাস ও পানি
গ) পানি ও পাখির বাসা
ঘ) পানি ও আবাস
Note :
নীর মানে পানি এবং নীড় মানে পাখির বাসা বা আবাস।

5. 'চন্দ্রিকা' শব্দের সঠিক অর্থ কোনটি?

ক) জ্যোৎস্না
খ) সূর্য
গ) পদ্মফুল
ঘ) কিশলয়
Note :
চন্দ্রিকা মানে চাঁদের আলো বা জ্যোৎস্না।

6. কোন শব্দটি ভিন্নরকম অর্থ প্রকাশ করে?

ক) হাত
খ) হস্ত
গ) ভুজ
ঘ) গজ
Note :
গজ অর্থ হাতি কিন্তু হাত হস্ত ও ভুজ শরীরের অঙ্গ।

7. কোনটি 'পুত্র' শব্দের সমার্থক?

ক) আত্মজা
খ) দুলাল
গ) জনক
ঘ) সুহৃদ
Note :
দুলাল মানে আদরের পুত্র বা ছেলে।

8. 'পর্বত' এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অচল
খ) ভূধর
গ) অদ্র্রি
ঘ) উপল
Note :
অচল ভূধর ও অদ্র্রি পর্বতের প্রতিশব্দ কিন্তু উপল শব্দের অর্থ পাথর।

9. 'বিহঙ্গ' এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) প্রসূন
খ) খগ
গ) পাখি
ঘ) খেচর
Note :
প্রসূন মানে ফুল।

10. 'বৈভব' শব্দের অর্থ কী?

ক) বিত্ত
খ) বিকাল
গ) নিস্তেজ
ঘ) মত্ত
Note :
বৈভব মানে ঐশ্বর্য বা ধন-সম্পদ বা বিত্ত।

11. কোনটি আগুনের প্রতিশব্দ নয়?

ক) হুতাশন
খ) সর্বভুক
গ) তুরগ
ঘ) বৈশ্বানর
Note :
তুরগ শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব যা আগুনের সমার্থক নয় এবং বাকি তিনটি আগুনের নাম।

12. 'আহব' শব্দের অর্থ কি?

ক) আহবান
খ) আগমন
গ) অস্ত্রশস্ত্র
ঘ) যুদ্ধ
Note :
আহব শব্দের আক্ষরিক অর্থ যুদ্ধ বা সংগ্রাম।

13. কোনটি 'কূল' শব্দের প্রতিশব্দ নয়?

ক) তীর
খ) তট
গ) কুন্তল
ঘ) অবধি
Note :
কুন্তল মানে চুল যা কূল বা তীরের প্রতিশব্দ নয়।

14. অতিশয়/সাংঘাতিক কিছু বোঝাতে ব্যবহৃত হয়-

ক) ভীষণ
খ) ভীশন
গ) ভীষন
ঘ) ভিসন
Note :
শুদ্ধ বানান হলো 'ভীষণ' যা প্রবল বা সাংঘাতিক অর্থ প্রকাশ করে।

15. 'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?

ক) নিগ্রহ
খ) দিবাকর
গ) কনক
ঘ) অর্ণব
Note :
দিবাকর অর্থ যিনি দিবা বা দিন করেন অর্থাৎ সূর্য।

16. 'বৃক্ষ' এর সমার্থক শব্দ কোনটি?

ক) নীরধি
খ) কপালি
গ) বিটপী
ঘ) অবনি
Note :
বিটপী হলো বৃক্ষ বা গাছের একটি প্রতিশব্দ।

17. 'অশিষ্ট' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অসহায়
খ) দুর্বল
গ) স্বার্থপর
ঘ) অভদ্র
Note :
অশিষ্ট মানে যার শিষ্টাচার নেই বা বেয়াদব তাই অভদ্র হলো সঠিক সমার্থক শব্দ।

18. 'মেদিনী' শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?

ক) আকাশ
খ) পৃথিবী
গ) সমুদ্র
ঘ) বহন
Note :
'মেদিনী' শব্দের অর্থ হলো পৃথিবী। তাই 'পৃথিবী' সঠিক উত্তর।

19. 'কপোল' শব্দের অর্থ কি?

ক) গণ্ডদেশ
খ) ললাট
গ) চিবুক
ঘ) কপাল

20. 'দেয়া' শব্দের সমার্থক শব্দ-

ক) সমুদ্র
খ) সলিল
গ) মেঘ
ঘ) আকাশ

21. সমার্থক শব্দ-

ক) সিন্ধু ও তটিনী
খ) নিলয় ও বিলয়
গ) চঞ্চলা ও চপলা
ঘ) ক্ষিতি ও দিতি
Note :
চঞ্চলা ও চপলা উভয়ই বিদ্যুতের প্রতিশব্দ।

22. নিচের কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয়?

ক) রত্নাকর
খ) প্রবাহিনী
গ) জলধি
ঘ) অর্ণব
Note :
প্রবাহিনী অর্থ নদী।

23. 'ধেনু' শব্দের সমার্থক শব্দ-

ক) গরু
খ) দড়ি
গ) ধনু
ঘ) তীর
Note :
ধেনু মানে গাভী বা গরু।

24. 'ঢেউ' শব্দের সমার্থক কোনটি?

ক) প্রবাহ
খ) উত্তেপ
গ) গর্জন
ঘ) লহরী
Note :
লহরী মানে ঢেউ বা তরঙ্গ।

25. কোন শব্দটি 'পুত্র' শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?

ক) আত্মজ
খ) তনয়
গ) নন্দন
ঘ) শৈল
Note :
শৈল মানে পাহাড় যা পুত্রের সমার্থক নয়।

26. 'ইতি' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক) অবসান
খ) বরেণ্য
গ) শেষ
ঘ) বিরাম
Note :
ইতি মানে শেষ বা সমাপ্তি বা অবসান কিন্তু বরেণ্য মানে সম্মানীয় বা শ্রেষ্ঠ।

27. 'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) সোম
খ) ভূষণ
গ) নকশা
ঘ) নভঃ
Note :
সোম চাঁদের একটি বৈদিক বা প্রাচীন নাম।

28. 'অশ্রু' শব্দের প্রতিশব্দ-

ক) নীর
খ) সরিৎ
গ) লোর
ঘ) বিধু
Note :
লোর একটি আঞ্চলিক বা কাব্যিক শব্দ যার অর্থ চোখের জল বা অশ্রু এবং অন্যদিকে নীর মানে পানি ও সরিৎ মানে নদী।

29. 'আফতাব' শব্দের সমার্থ কোনটি?

ক) অর্ণব
খ) রাতুল
গ) অর্ক
ঘ) জলধি
Note :
ফার্সি আফতাব শব্দের সমার্থক বাংলা শব্দ অর্ক বা সূর্য।

30. 'দ্যুলোক' শব্দের অর্থ-

ক) আকাশ
খ) বাতাস
গ) পৃথিবী
ঘ) পাতাল
Note :
দ্যুলোক বা দ্যু বলতে স্বর্গ বা আকাশলোক বোঝায় যা আকাশের সমার্থক।
You've reached the free limit!

You can only see 30 questions with free access.

Login to upgrade