টপিকঃ কারক ও বিভক্তি

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 15 questions total

1. ‘তিলে তেল আছে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে সপ্তমী
খ) অধিকরণে সপ্তমী
গ) ক্রিয়ার সপ্তমী
ঘ) করণে সপ্তমী
Note :
তিলের ভেতর তেল অবস্থান করছে। স্থান বা আধার বোঝালে অধিকরণ কারক হয়।

2. ‘বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।’ ইহা কোন কারক?

ক) কর্মকারক
খ) করণ কারক
গ) সম্প্রদান কারক
ঘ) কর্তৃকারক
Note :
বাক্যের কর্তা বাবা যিনি কাজটি করেছেন। তাই বাবা কর্তৃকারক। যদি ‘আমাকে’ জানতে চাওয়া হতো তবে তা কর্ম বা সম্প্রদান (গৌণ কর্ম) হতে পারত।

3. ‘দুধ থেকে দই হয়’ এখানে ‘দুধ থেকে’ কোন অর্থে অপাদান কারক?

ক) জাত
খ) আরম্ভ
গ) গৃহীত
ঘ) রক্ষিত
Note :
দুধ থেকে দই উৎপন্ন বা তৈরি হয়। এটি ‘গৃহীত’ বা ‘জাত’ অর্থে অপাদান। অপশনে ‘গৃহীত’ শব্দটি বেশি মানানসই হিসেবে ধরা হয় বা ‘জাত’ ও হতে পারে তবে উৎস হিসেবে গৃহীত বেশি প্রচলিত।

4. ভাবাধিকরণে সর্বদা কোন বিভক্তি প্রয়োগ হয়?

ক) চতুর্থী
খ) তৃতীয়া
গ) ষষ্ঠী
ঘ) সপ্তমী
Note :
ভাবাধিকরণে সাধারণত সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়। একে ভাবে সপ্তমীও বলা হয়।

5. “সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা” কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে তৃতীয়া
খ) অধিকরণে সপ্তমী
গ) অপাদানে তৃতীয়া
ঘ) সম্প্রদানে সপ্তমী
Note :
কোথায় ঔষধ দিব - স্থান বোঝাচ্ছে তাই এটি অধিকরণ কারক। ‘কোথা’ শব্দে সপ্তমী বিভক্তির ভাব আছে।

6. অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?

ক) সারারাত বৃষ্টি ছিল
খ) সূর্যে লাগিয়া এ ঘর বাঁধিনু
গ) বাড়ি থেকে নদী দেখা যায়
ঘ) ভোরে সূর্য ওঠে

7. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে-মহিষে কোন ধরনের কর্তা?

ক) প্রযোজ্য
খ) প্রযোজক
গ) ব্যতিহার
ঘ) মুখ্য
Note :
দুজন কর্তা যখন একত্রে একই জাতীয় কাজ সম্পাদন করে তখন তাদের ব্যতিহার কর্তা বলে। বাঘ ও মহিষ একই কাজ করছে তাই এটি ব্যতিহার কর্তা।

8. ‘প্রচলিত আইনেই এই অপরাধের যোগ্য শাস্তি বিধান সম্ভব।’ এ বাক্যে ‘আইনেই’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ২য়া
খ) কর্তায় ৭মী
গ) করণে ৭মী
ঘ) অধিকরণে ৫মী
Note :
আইনের দ্বারা বা আইনের মাধ্যমে শাস্তি সম্ভব। মাধ্যম বোঝালে করণ কারক হয়।সাধারণ ব্যাকরণে এটি করণ।

9. “তিলে তেল হয়” কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে প্রথমা
খ) অপাদানে সপ্তমী
গ) সম্প্রদানে চতুর্থী
ঘ) অধিকরণে সপ্তমী
Note :
তিল থেকে তেল উৎপন্ন হয়। উৎস বোঝালে অপাদান কারক হয়। তিলে (এ) মানে সপ্তমী বিভক্তি।

10. 'নৌকা ঘাটে বাঁধা' - 'ঘাটে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে দ্বিতীয়া
খ) করণে সপ্তমী
গ) অধিকরণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী
Note :
'কোথায় বাঁধা?'—এর উত্তরে 'ঘাটে'। এটি স্থান বা আধার বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক। 'এ' বিভক্তি যুক্ত হওয়ায় অধিকরণে সপ্তমী।

11. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

ক) করণ কারক
খ) সম্প্রদান কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
Note :
রবীন্দ্রনাথ ঠাকুর এবং অনেক আধুনিক ব্যাকরণবিদ সম্প্রদান কারক স্বীকার করেন না কারণ একে কর্মকারকের অন্তর্ভুক্ত করা যায়।

12. কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

ক) তারা বল খেলে
খ) শিকারী বিড়াল গোঁফে চেনা
গ) বনে বাঘ আছে
ঘ) সাপকে লাঠি মার
Note :
‘শিকারী বিড়াল গোঁফে চেনা’ বাক্যে ‘গোঁফ’ বা গোঁফের দ্বারা চেনা যায় বোঝাচ্ছে। এটি উপায় বা করণ এবং সপ্তমী বিভক্তি যুক্ত।

13. আলোয় আঁধার দূর হয় - বাক্যে ‘আলোয়’ শব্দটি কোন কারকের উদাহরণ?

ক) অপাদান
খ) করণ
গ) সম্প্রদান
ঘ) অধিকরণ
Note :
আলোর দ্বারা বা আলোর সাহায্যে আঁধার দূর হয়। ক্রিয়া সম্পাদনের উপায় বোঝাচ্ছে তাই এটি করণ কারক।

14. ‘একদিন পাপের ফল ফলিবে।’- কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে শূন্য বিভক্তি
খ) অধিকরণে সপ্তমী বিভক্তি
গ) কর্মে শূন্য বিভক্তি
ঘ) কর্তায় ষষ্ঠী বিভক্তি
Note :
একদিন (সময়) বোঝাচ্ছে। সময় বোঝালে অধিকরণ কারক। এখানে শূন্য বিভক্তি ।

15. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?

ক) কারক
খ) বিভক্তি
গ) সমাস
ঘ) সম্বন্ধ পদ
Note :
শব্দের সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে এবং বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে বিভক্তি বলে।
You've reached the free limit!

You can only see 15 questions with free access.

Login to upgrade