টপিকঃ পদ প্রকরণ ও পরিবর্তন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 10 questions total

1. নিচের কোনটি বিশেষ্য?

ক) মধুর
খ) রেশমী
গ) সুপ্তি
ঘ) স্নেহ
Note :
স্নেহ হলো মনের আবেগের নাম।

2. 'ছেলেটি যেন রাজপুত্র।' এই বাক্যে 'যেন' পদের ব্যবহার কি অর্থে?

ক) বিস্ময়জ্ঞাপক
খ) তুলনামূলক
গ) অনুমানসূচক
ঘ) সম্ভাবনাজ্ঞাপক
Note :
রাজপুত্রের সাথে তুলনা করা হয়েছে।

3. ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে কোন বাক্যে?

ক) বসন্তের আরামদায়ক বায়ু প্রবাহে সকলেই পুলকিত
খ) সে খুব তাড়াতাড়ি হাঁটল
গ) সমুদ্র সৈকতে জলপ্রবাহের প্রবল গর্জন শোনা গেল
ঘ) সেদিন অত্যন্ত চমৎকার কথা শুনিলাম
Note :
তাড়াতাড়ি হাঁটল - ক্রিয়া বিশেষণ।

4. নিচের কোন পদটি বিশেষণ?

ক) দিগম্বর
খ) যেহেতু
গ) দীন
ঘ) যিনি
Note :
দিগম্বর (দিক অম্বর যার) শিব বা সন্ন্যাসীর বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। দীন (দরিদ্র) ও বিশেষণ তবে প্রশ্নে দিগম্বর উত্তর ধরা হয়েছে।

5. সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে। - এই বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?

ক) বিশেষণ
খ) সর্বনাম
গ) বিশেষ্য
ঘ) অব্যয়
Note :
সৌন্দর্য হলো সুন্দর বস্তুর গুণ বা ধর্মের নাম তাই এটি গুণবাচক বিশেষ্য।

6. তুলনা বোঝাতে নিচের যে বাক্যে 'না' ব্যবহৃত হয়েছে।

ক) না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভাল
খ) হয় তুমি যাবে না হয় আমি
গ) তার না আছে লোভ না আছে হিংসা
ঘ) আমি না গেলে তুমি যাও
Note :
মরার চেয়ে (তুলনা) - এখানে চেয়ে অনুসর্গ। বাক্যে 'না' খেয়ে (Without eating) তুলনা বোঝাচ্ছে? নাকি বিকল্প? অপশন A তে তুলনা আছে।

7. 'মন্দকে মন্দ বলতেই হবে।' এই বাক্যে দুই 'মন্দ' নিচের কোনটি?

ক) প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
খ) বিশেষ্য
গ) বিশেষণ
ঘ) অব্যয়
Note :
মন্দকে (বিশেষ্য) মন্দ (বিশেষণ) বলতে হবে। উত্তর B ও C দুটোই হতে পারে বিশ্লেষণ সাপেক্ষে।

8. 'মেটে কলসি' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ?

ক) গুণবাচক
খ) অবস্থাবাচক
গ) উপাদানবাচক
ঘ) রূপবাচক
Note :
মেটে অর্থ মাটি দিয়ে তৈরি। উপাদানের উল্লেখ থাকায় এটি উপাদানবাচক বিশেষণ।

9. 'সৌহার্দ' বিশেষ্যের বিশেষণ-

ক) সৌহার্দিক
খ) সৌহার্দ্য
গ) মৈত্রী
ঘ) সোহৃদ
Note :
সৌহার্দ নিজেই বিশেষ্য। এর বিশেষণ সুহৃদ বা সৌহার্দপূর্ণ। ইনপুট C বলছে যা ভুল হতে পারে।

10. ব্যতিহারিক সর্বনাম কোনটি?

ক) ইহারা
খ) যিনি
গ) নিজে নিজে
ঘ) কেহ
Note :
নিজে নিজে বা পরস্পর ব্যতিহারিক সর্বনামের উদাহরণ। (ইনপুট B বলছে, সঠিক C)।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade