টপিকঃ সুদকষা
1. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বৎসরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে, মূলধন কত?
2. কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে, ৩ বছর পরে ঐ শহরের জনসংখ্যা কত হবে?
3. কবীর সাহেব ৬.২৫% সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে ১৬ বছর পর সুদে-আসলে ৫০০০০ টাকা ফেরৎ পেলেন? তিনি কত টাকা ব্যাংকে রেখে ছিলেন?
4.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
সুদাসল = আসল × (১ + সুদের হার/১০০) ^ সময়। এখানে, আসল = ৬০০ টাকা, সুদের হার = ১০%, সময় = ২ বছর। সুদাসল = ৬০০ × (১ + ১০/১০০)² = ৬০০ × (১.১)² = ৬০০ × ১.২১ = ৭২৬ টাকা। তাই, সঠিক উত্তর হলো ৭২৬।
5.
সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ার ব্যক্তির আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমান কত?
সুদ ২ টাকা কমলে আসল = ১০০ টাকা
সুদ ১ টাকা কমলে আসল = ১০০/২ টাকা
∴সুদ ২০ টাকা কমলে আসল = ১০০*২০/২ টাকা
=১০০০ টাকা
6. বাংলাদেশে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ২% হলে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর লাগবে?
8. শতকরা বার্ষিক3⅛ টাকা হার সুদে কত সময়ের যে কোনো আসল সুদ-আসলে তিনগুণ হবে?
9. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?