টপিকঃ উপসর্গ ও অনুসর্গ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 10 questions total

1. কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ?

ক) প্রত্যেক
খ) পুকুরে
গ) বড়াই
ঘ) নিবাস

2. 'দুঃসহ' শব্দটি গঠিত হয়েছে কোন নিয়মে?

ক) সমাস
খ) উপসর্গ
গ) প্রত্যয়
ঘ) সন্ধির নিয়মে

3.

'অজপাড়াগাঁ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক) গভীর
খ) নিবিড়
গ) প্রত্যন্ত
ঘ) আদি
Note :

‘অজপাড়াগাঁ’ শব্দটি গঠিত হয়েছে 'অজ' উপসর্গটির সঙ্গে 'পাড়াগাঁ' শব্দটির সমন্বয়ে। এখানে অজ উপসর্গটি প্রত্যন্ত বা খুব দুর্গম অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, যে গ্রামটি এতই প্রত্যন্ত বা দূরবর্তী যে সেখানে সাধারণত কেউ যায় না। তাই, ‘অজপাড়াগাঁ’ বলতে এমন একটি গ্রামকে বোঝায় যা খুব দূরে অবস্থিত এবং যেখানে সভ্যতার ছোঁয়া কম। এটি মূলত একটি বিশেষণের মতো কাজ করে যা গ্রামের দুর্গমতা ও দূরত্বকে নির্দেশ করে।

4. 'প্রণয়' কোন উপসর্গ?

ক) দেশি
খ) বিদেশি
গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা

5.

উপসর্গের কাজ কি?

ক) বর্ণ সংরক্ষণ
খ) ভাবের পার্থক্য নিরূপণ
গ) যতি সংস্থাপন
ঘ) নতুন শব্দ গঠন
Note :

 

শব্দের শুরুতে যোগ হয়ে এটি- নতুন শব্দ তৈরি করতে পারে, অর্থের সম্প্রসারণ করতে পারে, অর্থের সংকোচন করতে পারে এবং অর্থের পরিবর্তন করতে পারে।

6.

উপসর্গযোগে গঠিত কোন শব্দটির 'অনু' সাদৃশ্য অর্থে ব্যবহৃত?

ক) অনুগামী
খ) অনুকম্পা
গ) অনুবাদ
ঘ) অনুশীলন
Note :

তৎসম উপসর্গ মোট - ২০ টি।

অনু একটি তৎসম উপসর্গ।

এটি সাদৃশ্য, পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়।

যেমন - অনুবাদ, অনুরূপ, অনুকার ইত্যাদি।

7. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?

ক) অপমান
খ) নিবৃত্তি
গ) আগাছা
ঘ) প্রতাপ

8. 'উৎক্ষিপ্ত' শব্দে 'উৎ' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) উর্ধ্বে
খ) প্রস্ততি
গ) ক্ষিপ্রতা
ঘ) নিশ্চয়তা

9. কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয়?

ক) প্রত্যক্ষ
খ) প্রতিরক্ষা
গ) প্রতিরোধ
ঘ) প্রতিযোগী

10. 'অবমূল্যায়ন' ও 'অবদান' শব্দ দুটিতে 'অব' উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

ক) শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
খ) শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
গ) দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
ঘ) দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade