টপিকঃ পুরুষ ও পদাশ্রিত নির্দেশক

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 50 questions total

1. করছে ,করেছো করেছেন - বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ কেন ব্যবহৃত হয়?

ক) লিঙ্গভেদের কারণে
খ) মর্যাদাভেদের কারণে
গ) কারক বিভক্তির কারণে
ঘ) সমাসের কারণে
Note :
বাংলা ভাষায় মধ্যম ও নাম পুরুষের ক্ষেত্রে তুচ্ছার্থক সাধারণ ও সম্ভ্রমার্থক এই তিন ধরনের মর্যাদা বা মানভেদ রয়েছে। শ্রোতা বা উদ্দিষ্ট ব্যক্তির এই মর্যাদাভেদের ওপর ভিত্তি করেই ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়।

2. কোনটি উত্তম পুরুষের উদাহরণ?

ক) আমি
খ) তুমি
গ) সে
ঘ) যিনি
Note :
বক্তা নিজের সম্পর্কে কিছু বলতে যে সর্বনাম ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বলে। যেমন আমি আমরা আমাকে ইত্যাদি। এখানে আমি হলো উত্তম পুরুষের উদাহরণ।

3. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

ক) ওরা কি করে?
খ) আপনি আসবেন
গ) আমরা যাচ্ছি
ঘ) তোরা খাসনে
Note :
নাম পুরুষ হলো বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তু। এখানে ওরা কি করে বাক্যে ওরা হলো নাম পুরুষ বা অনুপস্থিত ব্যক্তি। অন্য অপশনগুলোতে আপনি ও তোরা মধ্যম পুরুষ এবং আমরা উত্তম পুরুষ।

4. সকল বিশেষ্য পদই-

ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) যে কোন পুরুষ
Note :
বাংলা ব্যাকরণে আমি বা আমরা (উত্তম পুরুষ) এবং তুমি বা তোমরা (মধ্যম পুরুষ) বাদে বিশ্বের যা কিছু আছে সবই নাম পুরুষ। তাই যেকোনো বিশেষ্য পদ বা নাম সবসময় নাম পুরুষ হিসেবে গণ্য হয়।

5. ‘সে’ কোন পুরুষ?

ক) প্রথম পুরুষ
খ) উত্তম পুরুষ
গ) মধ্যম পুরুষ
ঘ) ক ও খ
Note :
যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে নাম পুরুষ বলে। তবে প্রচলিত ব্যাকরণে নাম পুরুষকে প্রথম পুরুষও বলা হয়। সে শব্দটি দ্বারা বক্তা ও শ্রোতা ভিন্ন অন্য কাউকে বোঝানো হচ্ছে তাই এটি নাম পুরুষ বা প্রথম পুরুষ।

6. মধ্যম পুরুষের উদাহরণ কোনটি?

ক) তোমরা
খ) আমরা
গ) আপনি
ঘ) এরা
Note :
উপস্থিত শ্রোতা বা যাদের উদ্দেশ্য করে কথা বলা হয় তারা মধ্যম পুরুষ। যেমন তুমি তোমরা আপনি আপনারা। এখানে তোমরা মধ্যম পুরুষের উদাহরণ। আমরা উত্তম পুরুষ এবং এরা নাম পুরুষ। অপশন A (তোমরা) এবং অপশন C (আপনি) দুটিই সঠিক উত্তর।

7. কোনটি উত্তম পুরুষ?

ক) সে
খ) তারা
গ) আমরা
ঘ) তোমরা
Note :
স্বয়ং বক্তা বা বক্তারা নিজেদের বোঝাতে যে সর্বনাম ব্যবহার করেন তা উত্তম পুরুষ। প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমরা উত্তম পুরুষের উদাহরণ। বাকিগুলোর মধ্যে সে ও তারা নাম পুরুষ এবং তোমরা মধ্যম পুরুষ।

8. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?

ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
Note :
বাংলা ব্যাকরণে পুরুষ প্রধানত তিন প্রকার। এগুলো হলো উত্তম পুরুষ বা First Person মধ্যম পুরুষ বা Second Person এবং নাম পুরুষ বা Third Person।

9. ব্যাকরণে পুরুষ কাকে বলে?

ক) বিশেষ্যের বিভিন্ন প্রকৃতিকে
খ) বিশেষ্য ও অব্যয়ের বিভিন্ন প্রকৃতিকে
গ) সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
ঘ) বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
Note :
ব্যাকরণে পুরুষ বা পক্ষ হলো এমন বৈশিষ্ট্য যা বাক্যের কর্তা অর্থাৎ বিশেষ্য বা সর্বনামের রূপভেদ নির্দেশ করে। এটি বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতি অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটায় তাই সঠিক উত্তর বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতি।

10. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে-

ক) উত্তম পুরুষ
খ) নাম পুরুষ
গ) ক ও খ
ঘ) মধ্যম পুরুষ
Note :
বক্তা যার সঙ্গে কথা বলে বা যাকে সম্বোধন করে কিছু বলে তাকে মধ্যম পুরুষ বলে। অর্থাৎ উপস্থিত শ্রোতাই হলো মধ্যম পুরুষ। তাই প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতা হলো মধ্যম পুরুষ।
You've reached the free limit!

You can only see 50 questions with free access.

Login to upgrade