টপিকঃ ধাতু

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 50 questions total

1. পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?

ক) সংস্কৃত
খ) দেশি
গ) খাঁটি বাংলা
ঘ) বিদেশি
Note :
পাঠক শব্দটি গঠিত হয়েছে 'পঠ্' (ধাতু) + অক (প্রত্যয়) যোগে। এখানে 'পঠ্' হলো একটি সংস্কৃত মূল ধাতু।

2. বিদেশি ধাতু কোনটি?

ক) গড়
খ) বুধ
গ) ছাম
ঘ) ডর
Note :
'ডর' (ভয়) ধাতুটি হিন্দি থেকে আগত তাই এটি বিদেশি ধাতু। বুধ সংস্কৃত এবং গড় বাংলা ধাতুর উদাহরণ।

3. বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে-

ক) মৌলিক ধাতু
খ) সংযোগমূলক ধাতু
গ) নাম ধাতু
ঘ) প্রযোজক ধাতু
Note :
বিশেষ্য বা বিশেষণের সাথে 'আ' প্রত্যয় যোগ করে ক্রিয়াপদ গঠনের জন্য যে ধাতু তৈরি হয় তাকে নাম ধাতু বলে। যেমন: ঘুম (বিশেষ্য) + আ = ঘুমা।

4. কোনটি নামধাতুর উদাহরণ?

ক) চল
খ) কার
গ) বেতা
ঘ) পড়
Note :
'বেতা' ধাতুটি 'বেত' (বিশেষ্য) শব্দের সাথে 'আ' প্রত্যয় যোগে গঠিত হয়েছে (বেত+আ)। তাই এটি নাম ধাতুর উদাহরণ।

5. যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটাই চোর - এখানে হারায় কোন ধাতু?

ক) প্রযোজক ধাতু
খ) ভাব বাচ্যের ধাতু
গ) সংযোগমূলক ধাতু
ঘ) নাম ধাতু
Note :
এখানে 'হারায়' ক্রিয়াটি সাধারণ অর্থে ব্যবহৃত হলেও ব্যাকরণগত শ্রেণিবিভাগে এটি প্রযোজক বা ণিজন্ত ধাতুর কাঠামোর অন্তর্ভুক্ত।

6. কোনটি সাধিত ধাতু?

ক) পড়
খ) কাটা
গ) রাখা
ঘ) পড়া
Note :
মৌলিক ধাতু বা নাম শব্দের পরে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। এখানে 'পড়্' ধাতুর সাথে 'আ' যুক্ত হয়ে 'পড়া' সাধিত ধাতু গঠিত হয়েছে।

7. কোনটি বাংলা ধাতু নয়?

ক) আঁক
খ) আঁকা
গ) কহ্
ঘ) পড়
Note :
এখানে 'আঁক' 'কহ্' 'পড়' হলো ধাতু কিন্তু 'আঁকা' হলো ধাতু ও প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদ বা সাধিত শব্দ। তাই এটি মূল ধাতু নয়।

8. কোন ধাতুকে 'ণিজন্ত' ধাতু বল হয়?

ক) সাধিত ধাতু
খ) প্রযোজক ধাতু
গ) সংস্কৃতমূলক ধাতু
ঘ) মৌলিক ধাতু
Note :
সংস্কৃত ব্যাকরণ অনুসারে প্রযোজক ধাতুকে 'ণিজন্ত ধাতু' বলা হয়। অর্থাৎ অন্যের দ্বারা কাজটি করানোর অর্থে যে ধাতু ব্যবহৃত হয়।

9. 'লোকটি ভিক্ষা মেগে খায়।' এ বাক্যে 'মাগ' ধাতুটির কোন ভাষার?

ক) উর্দু
খ) বাংলা
গ) আরবি
ঘ) হিন্দি
Note :
'মাগ' বা 'মাঙ' ধাতুটি হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এটি একটি বিদেশি ধাতুর উদাহরণ।

10. নিচের কোনটি বাংলা 'ধাতু'র দৃষ্টান্ত?

ক) কহ্
খ) কথ্
গ) বুধ
ঘ) পঠ্
Note :
'কহ্' (বলা) হলো বাংলা ধাতু। বাকি অপশনগুলোর মধ্যে কথ্ বুধ এবং পঠ্ হলো সংস্কৃত বা তৎসম ধাতু।

11. কোনটি নাম ধাতু?

ক) খা
খ) কর
গ) ঘুমা
ঘ) ছাড়
Note :
'ঘুমা' শব্দটি 'ঘুম' (বিশেষ্য) এর সাথে 'আ' প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তাই এটি নাম ধাতু। বাকিগুলো মৌলিক ধাতু।

12. যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয়-

ক) সাধিত ধাতু
খ) মৌলিক ধাতু
গ) যৌগিক ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু
Note :
যেসব ধাতু স্বয়ংসিদ্ধ এবং যাদের আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাদের মৌলিক ধাতু বলে। যেমন: চল্ পড়্ কর্ ইত্যাদি।

13. ধাতু কয় প্রকার?

ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
Note :
গঠন ও প্রকৃতি অনুসারে বাংলা ভাষায় ধাতুকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: ১. মৌলিক ধাতু ২. সাধিত ধাতু এবং ৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু।

14. কোনটি বাংলা ধাতু?

ক) কাট্
খ) কৃ
গ) মাগ
ঘ) গম
Note :
এখানে 'কাট্' একটি খাঁটি বাংলা ধাতু। অন্যদিকে 'কৃ' এবং 'গম' সংস্কৃত ধাতু এবং 'মাগ' হিন্দি থেকে আগত ধাতু।

15. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে-

ক) প্রকৃতি
খ) ধাতু
গ) প্রত্যয়
ঘ) মৌলিক শব্দ
Note :
ক্রিয়াপদকে ভাঙলে যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় যা আর ভাঙা বা বিশ্লেষণ করা সম্ভব নয় তাকে ধাতু বলে। এটি ক্রিয়ার প্রাণ।

16. মৌলিক ধাতুর অপর নাম কী?

ক) সিদ্ধ ধাতু
খ) ণিজন্ত ধাতু
গ) নাম ধাতু
ঘ) প্রযোজক ধাতু
Note :
মৌলিক ধাতুগুলো ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না এবং এরা ভাষায় স্বয়ংসিদ্ধ হিসেবে বিরাজ করে তাই এদের অপর নাম 'সিদ্ধ ধাতু'।

17. কাজটি ভালো দেখায় না।- এই বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?

ক) মৌলিক ধাতুর
খ) নাম ধাতুর
গ) প্রযোজক ধাতুর
ঘ) কর্মবাচ্যের ধাতুর
Note :
বাক্যে 'দেখায়' ক্রিয়াটি কর্তার সরাসরি কাজ না বুঝিয়ে কর্মের (কাজটি) অবস্থা বোঝাচ্ছে। এটি কর্মবাচ্যের ধাতুর একটি বিশিষ্ট প্রয়োগ।

18. 'আঁকা' সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কোনটি?

ক) আঁক
খ) অঙ্কন
গ) অঙ্ক
ঘ) অঙ্কিত
Note :
'আঁকা' শব্দটি সংস্কৃত 'অঙ্ক' ধাতু থেকে উদ্ভূত হয়েছে। 'অঙ্ক' ধাতুর সাথে বাংলা প্রত্যয় যুক্ত হয়ে 'আঁকা' শব্দটি গঠিত।

19. বাংলা ভাষায় প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক) +
খ) -
গ) v
ঘ) √
Note :
ব্যাকরণ ও অভিধানে প্রকৃতি বা ধাতুকে নির্দেশ করার জন্য গাণিতিক বর্গমূল বা 'রুট' চিহ্ন (√) ব্যবহার করা হয়। এটি নির্দেশ করে যে শব্দটি একটি মূল ধাতু।

20. কোনটি খাঁটি বাংলা ধাতু?

ক) কৃ
খ) টান
গ) হাস
ঘ) আঁট
Note :
হাস' হলো খাঁটি বাংলা ধাতু। এটি সংস্কৃত 'হস্' ধাতু থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে।

21. 'হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?' বাক্যে ব্যবহৃত 'হের' কোন ধাতু?

ক) আরবি
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) অজ্ঞাতমূল
Note :
'হের' (দেখো) ধাতুটি কোন মূল ভাষা থেকে এসেছে তা নিশ্চিতভাবে জানা যায় না বলে ব্যাকরণে একে 'অজ্ঞাতমূল ধাতু' হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

22. কোনটি সংস্কৃত মূল ধাতু?

ক) কাট্
খ) খাট্
গ) খাদ
ঘ) ফির
Note :
'খাদ' (খাওয়া) একটি সংস্কৃত মূল ধাতু। অন্যদিকে কাট্ খাট্ ও ফির বাংলা বা বিদেশি উৎস থেকে আসা ধাতু।

23. কোন ধাতুগুলো মূলত এক-

ক) সমধাতু ও প্রযোজক ধাতু
খ) প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
গ) কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
Note :
গঠনরীতি ও আকৃতির দিক থেকে প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু একই রকম হয়ে থাকে (উভয়েই 'আ' প্রত্যয়ান্ত)। কেবল বাক্যে প্রয়োগের ওপর ভিত্তি করে এদের পার্থক্য নির্ণয় করা হয়।

24. সংস্কৃত ধাতু হচ্ছে-

ক) হস্
খ) গুণ
গ) কহ্
ঘ) আঁক
Note :
'হস্' একটি সংস্কৃত মূল ধাতু যার অর্থ হাসা। বাংলা ভাষায় ব্যবহৃত বহু তৎসম শব্দ এই ধাতু থেকে গঠিত হয়েছে।

25. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

ক) বিভক্তি
খ) কারক
গ) ধাতু
ঘ) প্রত্যয়
Note :
বাংলা ব্যাকরণ অনুসারে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে 'ধাতু' বলা হয়। যেমন 'করা' ক্রিয়ার মূল হলো 'কর্'। অন্যদিকে বিভক্তি ও প্রত্যয় ধাতুর সাথে যুক্ত হয়ে শব্দ গঠন করে।
You've reached the free limit!

You can only see 50 questions with free access.

Login to upgrade