টপিকঃ ধাতু
1. পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
2. বিদেশি ধাতু কোনটি?
3. বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে-
4. কোনটি নামধাতুর উদাহরণ?
5. যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটাই চোর - এখানে হারায় কোন ধাতু?
6. কোনটি সাধিত ধাতু?
7. কোনটি বাংলা ধাতু নয়?
8. কোন ধাতুকে 'ণিজন্ত' ধাতু বল হয়?
9. 'লোকটি ভিক্ষা মেগে খায়।' এ বাক্যে 'মাগ' ধাতুটির কোন ভাষার?
10. নিচের কোনটি বাংলা 'ধাতু'র দৃষ্টান্ত?
11. কোনটি নাম ধাতু?
12. যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয়-
13. ধাতু কয় প্রকার?
14. কোনটি বাংলা ধাতু?
15. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে-
16. মৌলিক ধাতুর অপর নাম কী?
17. কাজটি ভালো দেখায় না।- এই বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
18. 'আঁকা' সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কোনটি?
19. বাংলা ভাষায় প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
20. কোনটি খাঁটি বাংলা ধাতু?
21. 'হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?' বাক্যে ব্যবহৃত 'হের' কোন ধাতু?
22. কোনটি সংস্কৃত মূল ধাতু?
23. কোন ধাতুগুলো মূলত এক-
24. সংস্কৃত ধাতু হচ্ছে-
25. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?