ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক) <
খ) >
গ) =
ঘ) √
বিস্তারিত ব্যাখ্যা:
কোনো শব্দের মূল অংশ বা ধাতুকে বোঝানোর জন্য তার আগে টিক (√) চিহ্ন ব্যবহার করা হয়। যেমন: √কর্, √চল্, √পঠ্ ইত্যাদি।

Related Questions

ক) বাঁদী
খ) সভানেত্রী
গ) জেলেনী
ঘ) পেত্নী
Note : প্রশ্নটি লিঙ্গান্তর ও প্রত্যয় বিষয়ক। এখানে 'জেলে' (পুংলিঙ্গ) শব্দের সাথে 'নী' প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ 'জেলেনী' গঠিত হয়েছে। এটি প্রত্যয়যোগে লিঙ্গান্তরের একটি উদাহরণ।
ক) ঢাকা + ই
খ) মিশ্ + উক
গ) চোর + আই
ঘ) সোনা + আলি
Note : ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। এখানে 'মিশ্' একটি ধাতু এবং এর সাথে 'উক' প্রত্যয় যুক্ত হয়ে 'মিশুক' শব্দটি গঠিত হয়েছে। অন্য অপশনগুলোতে নামশব্দের (ঢাকা, চোর, সোনা) সাথে প্রত্যয় যুক্ত হওয়ায় সেগুলো তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।
ক) কৃ
খ) মাগ
গ) গম্
ঘ) কাট্
Note : যে ধাতুগুলো সংস্কৃত থেকে আসেনি এবং নিজস্ব রীতিতে গঠিত, সেগুলোকে বাংলা ধাতু বলে। 'কৃ', 'গম্' হলো সংস্কৃত ধাতু। 'মাগ' (ভিক্ষা করা অর্থে) হিন্দি থেকে আগত। 'কাট্' (কর্তন করা) একটি খাঁটি বাংলা ধাতু।
ক) অগ্নি + ষ্ণেয়
খ) অগ্নি + এয়
গ) অগ্নি + য়
ঘ) অগ্নী + এয়
Note : প্রশ্নটি প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় বিষয়ক। 'আগ্নেয়' শব্দটি 'অগ্নি' শব্দের সাথে 'ষ্ণেয়' (য) প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে। এটি 'সম্বন্ধ' বা 'জাত' অর্থে ব্যবহৃত হয়। নিয়ম অনুযায়ী, 'ষ্ণেয়' প্রত্যয় যুক্ত হলে মূল শব্দের আদিস্বরের বৃদ্ধি ঘটে (অ > আ)। তাই অগ্নি + ষ্ণেয় = আগ্নেয়।
ক) ঠগী
খ) পানস
গ) পাঠক
ঘ) সেলামী
Note : পাঠক' শব্দটি √পাঠ্ (ধাতু) + অক (প্রত্যয়) যোগে গঠিত হয়েছে। এখানে √পাঠ্ একটি সংস্কৃত ধাতু। অন্য অপশনগুলো (ঠগ+ঈ, পান+স, সেলাম+ঈ) প্রত্যয় যোগে গঠিত হলেও সেগুলো নামশব্দের সাথে যুক্ত হয়েছে, ধাতুর সাথে নয়।
ক) পুরুষ সিংহ
খ) চৌরাস্তা
গ) হাটবাজার
ঘ) কোনোটিই নয়
Note : দ্বিগু সমাসের প্রধান বৈশিষ্ট্য হলো এর পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদটি দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়। 'চৌরাস্তা'-এর ব্যাসবাক্য হলো 'চার রাস্তার সমাহার'। এখানে 'চৌ' (চার) সংখ্যাবাচক এবং এটি একটি সমষ্টি বোঝাচ্ছে। তাই এটি দ্বিগু সমাস।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন