শব্দমধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তার সমতা লাভ করাকে কী বলা হয়?
Related Questions
শব্দের মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে । যেমন, ‘বসতি' (ব+অ+স+অ+ত+ই)-র মাঝের ‘অ’ স্বরধ্বনি লোপ পেয়ে হয়েছে ‘বস্তি’ (ব+অ+স+ত+ই) ।
স্বরলোপ ৩ প্রকার-
ক. আদিস্বরলোপ : শব্দের শুরুর স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরাগম বলে । যেমন, অলাবু> লাবু> লাউ, এড়ন্ড> (‘এ’ লোপ পেয়ে) রেড়ী, উদ্ধার> উধার> ধার ।
খ. মধ্যস্বরলোপ : শব্দের মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বরাগম বলে । যেমন, অগুরু> অগ্নু, সুবর্ণ> স্বর্ণ
গ. অন্ত্যস্বরালোপ : শব্দের শেষের স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বরাগম বলে । যেমন, আশা> আশ, আজি> আজ, চারি> চার, সন্ধ্যা> সঞ্ঝ্যা> সাঁঝ (স্বরলোপ স্বরাগম-এর বিপরীত প্রক্রিয়া ।)
জ্ঞানি মূর্ক অপেক্ষা শ্রেষ্ঠ - বাক্যটি শুদ্ধ।
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর,
জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ,
জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ।
উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
“জ্ঞানি” বানানটি ভুল; সঠিক হলো "জ্ঞানী"।
সঠিক হলো : জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
জব সলুশন