সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কোনটি?
ক) চতুর্ভুজ
খ) চৌরাস্তা
গ) ত্রিফলা
ঘ) অষ্টধাতু
বিস্তারিত ব্যাখ্যা:
'চতুর্ভুজ' (চার ভুজ যার) একটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। অন্যগুলো দ্বিগু সমাস।
Related Questions
ক) দশভুজা
খ) চৌচালা
গ) সেতার
ঘ) চৌরাস্তা
Note : 'চৌরাস্তা' (চার রাস্তার সমাহার) একটি দ্বিগু সমাস। অন্যগুলো (দশ ভুজ যার, চৌ চাল যে ঘরের, তিন তার যাতে) সংখ্যাবাচক বহুব্রীহি।
ক) চন্দ্রবদন
খ) গায়ে-হলুদ
গ) নির্বোধ
ঘ) গোঁফখেজুরে
Note : 'গোঁফখেজুরে' (গোঁফ খেজুরে কাটা যার) উপমা-প্রধান বা মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
ক) মেনিমুেখো
খ) হাতেখড়ি
গ) বেতার
ঘ) বিড়াল-চোখি
Note : 'বেতার' (নাই তার যাতে) নঞ বহুব্রীহি সমাস। অন্যগুলো ('মেনির মতো মুখ যার', 'হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে', 'বিড়ালের চোখের মতো চোখ যার') মধ্যপদলোপী বহুব্রীহি।
ক) সমানাধিকরণ
খ) ব্যধিকরণ
গ) ব্যতিহার
ঘ) মধ্যপদলোপী
Note : 'কথাসর্বস্ব' (কথা সর্বস্ব যার) একটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, কারণ এর পূর্বপদ (কথা) ও পরপদ (সর্বস্ব) ভিন্ন বিভক্তিযুক্ত।
ক) অলুক বহুব্রীহি
খ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি
Note : এটি 'গলায়-গামছা' সমস্ত পদটির ব্যাসবাক্য। এখানে পূর্বপদ 'গলায়'-এর সপ্তমী বিভক্তি 'য়' লোপ পায়নি, তাই এটি অলুক বহুব্রীহি সমাস।
ক) অনসূয়া
খ) অনুসূয়া
গ) অণুসুয়া
ঘ) অণুসূয়া
Note : সঠিক বানান 'অনসূয়া', যা একটি নঞ বহুব্রীহি সমাস (নয় অসূয়া যার)।
জব সলুশন