'Curriculum' শব্দের পারিভাষিক শব্দ-
ক) পাঠ্য
খ) সিলেবাস
গ) পাঠ্যক্রম
ঘ) পাঠ্যপুস্তক
বিস্তারিত ব্যাখ্যা:
'Curriculum' বলতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বা নির্দিষ্ট কোর্সে যা কিছু পড়ানো হয় তার সামগ্রিক রূপরেখাকে বোঝায়। এর পরিভাষা 'পাঠ্যক্রম'।
Related Questions
ক) পরিপত্র
খ) প্রচারপত্র
গ) পরিচয়পত্র
ঘ) পরিদপ্তর
Note : 'Circular' হলো কোনো আদেশ বা বিজ্ঞপ্তি যা একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বা শাখার কাছে পাঠানো হয়। এর পরিভাষা 'পরিপত্র'।
ক) গৃহযুদ্ধ
খ) নগর যুদ্ধ
গ) দাঙ্গা
ঘ) জনযুদ্ধ
Note : 'Civil War' বলতে একটি দেশের অভ্যন্তরে দুটি বা তার বেশি গোষ্ঠীর মধ্যে সংগঠিত যুদ্ধকে বোঝায়। এর পরিভাষা 'গৃহযুদ্ধ'।
ক) শল্য চিকিৎসক
খ) সরকারি চিকিৎসক
গ) পৌর চিকিৎসক
ঘ) সাধারণ চিকিৎসক
Note : 'Civil Surgeon' হলেন একটি জেলার প্রধান সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। তাকে 'পৌর চিকিৎসক' বা জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলা যায়।
ক) জনবহুল
খ) আদমশুমারি
গ) ঐকমত্য
ঘ) সচেতনতা
Note : 'Census' হলো একটি দেশের জনসংখ্যা ও অন্যান্য আর্থ-সামাজিক তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক গণনা। এর পরিভাষা 'আদমশুমারি'।
ক) আদমশুমারি
খ) উপকর
গ) পুস্তিকা
ঘ) পদালি
Note : 'Cess' হলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো করের উপর আরোপিত অতিরিক্ত কর। এর পরিভাষা 'উপকর'।
ক) আগুন নেভানো
খ) অগ্নিনির্বাপণ দল
গ) অস্ত্র-সংবরণ
ঘ) অস্ত্র বাজেয়াপ্তকরণ
Note : 'Cease fire' বলতে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে গোলাগুলি বা সশস্ত্র কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অবস্থাকে বোঝায়। এর সঠিক ও প্রাতিষ্ঠানিক পরিভাষা হলো 'অস্ত্র-সংবরণ'।
জব সলুশন