'Rural Community' কথাটির বাংলা পরিভাষা কোনটি?
ক) পল্লীসমাজ
খ) পল্লী জনগোষ্ঠী
গ) গ্রামীণ সম্প্রদায়
ঘ) গ্রামীণ জনগোষ্ঠী
বিস্তারিত ব্যাখ্যা:
'Rural Community' বলতে গ্রামে বসবাসকারী জনসমষ্টিকে বোঝায়। এর সঠিক পরিভাষা 'গ্রামীণ জনগোষ্ঠী'।
Related Questions
ক) প্রাসাদ
খ) রাশভারী
গ) সাবলীল
ঘ) জলাধার
Note : 'Reservoir' বলতে পানি সংরক্ষণের জন্য নির্মিত কৃত্রিম হ্রদ বা বড় ট্যাংককে বোঝায়। এর সঠিক অর্থ 'জলাধার'।
ক) পদ
খ) পদমর্যাদা
গ) মাত্রা
ঘ) উচ্চতা
Note : 'Rank' বলতে কোনো প্রতিষ্ঠানে বা সামরিক বাহিনীতে একজন ব্যক্তির অবস্থান বা স্তরকে বোঝায়। এর সঠিক পরিভাষা 'পদমর্যাদা'।
ক) মূল্য
খ) প্রকাশ
গ) দরপত্র
ঘ) তালিকা
Note : 'Quotation' বলতে কোনো পণ্য বা সেবার জন্য প্রস্তাবিত মূল্য বা দরকে বোঝায়। এর একটি পারিভাষিক অর্থ 'দরপত্র'।
ক) শান্ত
খ) সম্পূর্ণরূপে
গ) কদাচিৎ
ঘ) স্থির
Note : 'Quite' একটি adverb যার অর্থ পুরোপুরি বা 'সম্পূর্ণরূপে'।
ক) উদ্ধৃতি চিহ্ন
খ) যথাংশ
গ) প্রশ্ন
ঘ) জাতি বিদ্বেষ
Note : 'Quota' বলতে কোনো কিছুর একটি নির্দিষ্ট বা নির্ধারিত অংশ বা পরিমাণকে বোঝায়। এর সঠিক পরিভাষা 'যথাংশ' বা 'কোটা'।
ক) ভূমিকম্প
খ) দ্রুতগামী
গ) হাতুড়ে
ঘ) ভূমিধস
Note : 'Quack' বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার কোনো বিষয়ে, বিশেষত ডাক্তারি বিদ্যায়, যথাযথ জ্ঞান বা যোগ্যতা না থাকা সত্ত্বেও নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করে। এর পরিভাষা 'হাতুড়ে' (ডাক্তার)।
জব সলুশন