'Gratuity' শব্দের বাংলা পরিভাষা হলো-

ক) মহত্ত্ব
খ) বিদ্বান
গ) আনুতোষিক
ঘ) মঞ্জুরি
বিস্তারিত ব্যাখ্যা:
চাকরি থেকে অবসর গ্রহণের সময় কর্মী যে এককালীন আর্থিক সুবিধা পান, তাকে 'Gratuity' বা 'আনুতোষিক' বলা হয়।

Related Questions

ক) গণবিরোধী
খ) গণহত্যা
গ) গণশত্রু
ঘ) গণস্বার্থ
Note : 'Genocide' একটি আন্তর্জাতিক পরিভাষা, যা দিয়ে কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠীর মানুষকে পরিকল্পিতভাবে ধ্বংস করার কর্মকাণ্ডকে বোঝায়। এর সঠিক পরিভাষা 'গণহত্যা'।
ক) নকশা
খ) রৈখিক
গ) খসড়া
ঘ) অঙ্কন
Note : 'Graphic' শব্দটি রেখা বা চিত্রের মাধ্যমে উপস্থাপনাকে বোঝায়। তাই এর পারিভাষিক রূপ 'রৈখিক'।
ক) সামনের ঘর
খ) সবুজকক্ষ
গ) সাজঘর
ঘ) পেছনের ঘর
Note : নাটক বা অনুষ্ঠানের আগে অভিনেতা-অভিনেত্রীরা যেখানে পোশাক পরেন ও সজ্জা করেন, সেই কক্ষকে 'Green room' বা 'সাজঘর' বলে।
ক) ফৌজদারি
খ) জালিয়াতি
গ) বলপ্রয়োগকারী
ঘ) দালালি
Note : অন্যের স্বাক্ষর বা কোনো দলিল обманом নকল করাকে 'Forgery' বলা হয়। এর সঠিক পরিভাষা 'জালিয়াতি'।
ক) আর্থিক বিনিয়োগ
খ) ব্যবসায়িক মূলধন
গ) অর্থলগ্নীকরণ
ঘ) লগ্নি পুঁজি
Note : ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যে অর্থ বা মূলধন ব্যবহার করা হয় তাকে 'Financial Capital' বলে। এর উপযুক্ত পরিভাষা 'ব্যবসায়িক মূলধন'।
ক) পরিষদ
খ) শাখা
গ) বিভাগ
ঘ) অনুষদ
Note : বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে, একটি নির্দিষ্ট জ্ঞান বিষয়ক কয়েকটি বিভাগ নিয়ে যে বৃহত্তর ইউনিট গঠিত হয় তাকে 'Faculty' বলা হয়। এর সঠিক বাংলা পরিভাষা 'অনুষদ'।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন