৩টি সংখ্যার গুণফল ২১৬। ২টি সংখ্যা ৮ ও ৯ হলে ৩য় সংখ্যাটি কত?

ক) 3
খ) 7
গ) 5
ঘ) 6
বিস্তারিত ব্যাখ্যা:

৩য় সংখ্যাটি = ২১৬/৮×৯

= ২১৬/৭২

= ৩

Related Questions

ক) 44941
খ) 98594
গ) 16899
ঘ) 75432
Note :

(১৩০)² = ১৬৯০০ অর্থাৎ এটি পূর্ণবর্গ।

আবার,  ১৬৮৯৯ = ১৬৯০০ - ১ = (১৩০)² - ১

তাই, ১৬৮৯৯ একটি পূর্ণবর্গ সংখ্যা হতে ১ কম।

ক) p+q+1
খ) p+q
গ) p+q-1
ঘ) কোনোটিই নয়
Note :

p এবং q বিজোড় সংখ্যা হলে,

ধরি, p = 1

q = 3

সুতরাং, p + q + 1 = 1 + 3 + 1 = 5, যা বিজোড়

p + q = 1 + 3 = 4,যা জোড়

p + q - 1 = 1 + 3 - 1 = 3, যা বিজোড়

অর্থাৎ, (p + q) জোড় হবে।

ক) 72
খ) 87
গ) 63
ঘ) কোনোটিই নয়
Note :

৮৭, ৬৩, ৭২ সব গুলোই যৌগিক সংখ্যা কারণ সকল সংখ্যাই ৩ দ্বারা বিভাজ্য

তাই কোনটিই নয় উত্তর হবে।

ক) 215
খ) 219
গ) 625
ঘ) 325
Note :

সংখ্যা গুলোর মধ্যে 

২৫×২৫ = ৬২৫

অর্থাৎ  ২৫ এর বর্গ করলে ৬২৫ হচ্ছে।

অন্যান্য গুলো বর্গ হয়না।

ক) ৮টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১১টি
Note :

১ হতে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা যথাক্রমে = ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১ = ১১ টি 

ক) সসীম
খ) অসীম
গ) সংযোগ
ঘ) ছেদ
Note :

-যে সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক (১ ও সংখ্যা নিজে) বিদ্যমান তাকে মৌলিক সংখ্যা বলে।
-মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৭, ১৯, ২৩...... ইত্যাদি।
-মৌলিক সংখ্যার সংখ্যা নির্দিষ্ট নয়। অর্থাৎ মৌলিক সংখ্যা অসীম।
-মৌলিক সংখ্যার সেটও অসীম।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন