৩টি সংখ্যার গুণফল ২১৬। ২টি সংখ্যা ৮ ও ৯ হলে ৩য় সংখ্যাটি কত?
৩য় সংখ্যাটি = ২১৬/৮×৯
= ২১৬/৭২
= ৩
Related Questions
(১৩০)² = ১৬৯০০ অর্থাৎ এটি পূর্ণবর্গ।
আবার, ১৬৮৯৯ = ১৬৯০০ - ১ = (১৩০)² - ১
তাই, ১৬৮৯৯ একটি পূর্ণবর্গ সংখ্যা হতে ১ কম।
p এবং q বিজোড় সংখ্যা হলে,
ধরি, p = 1
q = 3
সুতরাং, p + q + 1 = 1 + 3 + 1 = 5, যা বিজোড়
p + q = 1 + 3 = 4,যা জোড়
p + q - 1 = 1 + 3 - 1 = 3, যা বিজোড়
অর্থাৎ, (p + q) জোড় হবে।
৮৭, ৬৩, ৭২ সব গুলোই যৌগিক সংখ্যা কারণ সকল সংখ্যাই ৩ দ্বারা বিভাজ্য
তাই কোনটিই নয় উত্তর হবে।
সংখ্যা গুলোর মধ্যে
২৫×২৫ = ৬২৫
অর্থাৎ ২৫ এর বর্গ করলে ৬২৫ হচ্ছে।
অন্যান্য গুলো বর্গ হয়না।
১ হতে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা যথাক্রমে = ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১ = ১১ টি
-যে সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক (১ ও সংখ্যা নিজে) বিদ্যমান তাকে মৌলিক সংখ্যা বলে।
-মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৭, ১৯, ২৩...... ইত্যাদি।
-মৌলিক সংখ্যার সংখ্যা নির্দিষ্ট নয়। অর্থাৎ মৌলিক সংখ্যা অসীম।
-মৌলিক সংখ্যার সেটও অসীম।
জব সলুশন