'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কি?

ক) অমূল্য বস্তু
খ) জটিল করা
গ) গুরুভার
ঘ) নিন্দিত
বিস্তারিত ব্যাখ্যা:
জগদ্দল পাথর হলো অত্যন্ত ভারী পাথর; যা বুকে চেপে বসার মতো কোনো সমস্যা বা 'গুরুভার' বোঝাতে ব্যবহৃত হয়।

Related Questions

ক) প্যাঁচানো
খ) কুটিল
গ) কলহপ্রিয়
ঘ) জটিল
Note : জিলাপি যেমন প্যাঁচানো থাকে; তেমনি যার মনে কুটিলতা বা জটিলতা আছে তাকে 'কুটিল' বা জিলাপির প্যাঁচ বলা হয়।
ক) চাটুকার
খ) খুব ধনী
গ) অকর্মণ্য
ঘ) স্পষ্টবাদী
Note : পৌরাণিক ভরত ঋষি অভিশাপে জড় বা নিস্পন্দ হয়ে ছিলেন; তাই যে ব্যক্তি নড়াচড়া করে না বা কাজ করে না তাকে 'অকর্মণ্য' বা জড়-ভরত বলা হয়।
ক) সস্তা দর
খ) নষ্ট করা
গ) দুর্লভ বস্তু
ঘ) আশায় নৈরাশ্য
Note : কোনো জিনিস অবহেলায় বা খুব কম দামে বিক্রি করে দেওয়াকে ছকড়া নকড়া বা 'সস্তা দর' বলা হয়।
ক) অত্যন্ত গরিব
খ) সামান্য ব্যক্তি
গ) খুব অলস
ঘ) চাটুকার
Note : যে ব্যক্তি স্ত্রী-সন্তান (ছা=ছানা/সন্তান) পালন করতেই হিমশিম খায় এবং যার উচ্চাভিলাষ নেই; তাকে 'অত্যন্ত গরিব' বা সাধারণ গৃহস্থ বোঝাতে ছা-পোষা বলা হয়।
ক) বড়াই করা
খ) এলোমেলো করা
গ) ইতস্তত করা
ঘ) অস্থির হওয়া
Note : তাস বা পাশা খেলায় বড় দান ফেলার মতো আচরণ; অর্থাৎ ক্ষমতা না থাকলেও মুখে 'বড়াই করা' বা আস্ফালন করা।
ক) গোপন গুণ
খ) বদ মেজাজ
গ) গোপন দোষ
ঘ) মন্দ ভাগ্য
Note : আগুন ছাই দিয়ে চাপা থাকলেও তার তাপ থাকে; তেমনি বাইরে প্রকাশ না পেলেও ভেতরে প্রতিভা বা গুণ থাকলে তাকে 'গোপন গুণ' বা সুপ্ত প্রতিভা বলা হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন