'কাপুড়ে বাবু' বাগধারার অর্থ?

ক) দলপতি
খ) ভণ্ড
গ) অপদার্থ
ঘ) বাহ্যিক সাজ
বিস্তারিত ব্যাখ্যা:
যার বাবুগিরি শুধু পোশাকেই সীমাবদ্ধ কিন্তু বাস্তবে সামর্থ্য নেই বা অন্তঃসারশূন্য; তাকে 'বাহ্যিক সাজ' সর্বস্ব বা কাপুড়ে বাবু বলা হয়।

Related Questions

ক) দুঃখের সূচনা
খ) দুর্দিন
গ) সন্ধ্যাকুসুম
ঘ) কোনোটিই নয়
Note : কলিযুগের শুরু বা সন্ধ্যা বলতে বোঝায় দুর্যোগ বা কষ্টের দিন শুরু হওয়া; অর্থাৎ 'দুঃখের সূচনা'।
ক) আগেভাগে ঘটনা ঘটানো
খ) অসময়ে কাজে লাগিয়ে দেওয়া
গ) জোর করে কাজের উপযোগী
ঘ) বেধড়ক প্রহার করা
Note : কাঁঠাল কিলিয়ে বা আঘাত করে পাকানো যায় না; তা প্রাকৃতিকভাবেই পাকে। তাই 'জোর করে কাজের উপযোগী' করার ব্যর্থ চেষ্টাকে এই বাগধারা দিয়ে প্রকাশ করা হয়।
ক) অপদার্থ ব্যক্তি
খ) বিশিষ্ট ব্যক্তি
গ) প্রাচীন ব্যক্তি
ঘ) হৃষ্টপুষ্ট ব্যক্তি
Note : কায়েত বা কায়স্থরা সাধারণত কৃষিকাজ বা ঢেঁকিতে ধান ভানার কাজ করত না; তাই তাদের ঘরে ঢেঁকি থাকাটা যেমন অপ্রয়োজনীয়; তেমনি 'অপদার্থ ব্যক্তি' বোঝাতে এটি ব্যবহৃত হয়।
ক) কলুদের বলদ
খ) ঘানির বলদ
গ) নিষ্ক্রিয়
ঘ) পরাধীন
Note : কলুর বলদ যেমন সারা জীবন মালিকের নির্দেশে ঘানি টানে কিন্তু নিজের কোনো লাভ হয় না; তেমনি যে ব্যক্তি বিরামহীনভাবে অন্যের জন্য খেটে মরে বা 'পরাধীন' তাকে কলুর বলদ বলা হয়। (অনেক সময় একটানা খাটুনি অর্থেও ব্যবহৃত হয়)।
ক) গোপনে সু-পরামর্শ দেয়া
খ) গোপনে কু-পরামর্শ দেয়া
গ) গুন্ডাবৃত্তি
ঘ) সমস্যা সমাধান
Note : পুতুল নাচের সময় আড়াল থেকে যেমন সুতো বা কাঠি নাড়া হয়; তেমনি গোপনে কাউকে উস্কানি বা 'গোপনে কু-পরামর্শ দেয়া'কে কলকাঠি নাড়া বলে।
ক) জ্ঞানী ব্যক্তি
খ) নিরর্থক কথা
গ) অশিক্ষিত ব্যক্তি
ঘ) অনাবশ্যক বাগাড়ম্বর
Note : যার কাছে 'ক' অক্ষরটিও গরুর মাংসের মতো ত্যাজ্য বা অপরিচিত; অর্থাৎ যে কিছুই জানে না বা সম্পূর্ণ 'অশিক্ষিত ব্যক্তি'।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন