কোন শব্দটি নিত্য পুরুষবাচক?
ক) কবিরাজ
খ) জ্ঞানী
গ) সতীন
ঘ) সম্রাট
বিস্তারিত ব্যাখ্যা:
কবিরাজ শব্দটির কোনো স্ত্রীবাচক রূপ নেই তাই এটি নিত্য পুরুষবাচক। জ্ঞানী বা সম্রাট এর স্ত্রীলিঙ্গ যথাক্রমে জ্ঞানবতী ও সম্রাজ্ঞী। সতীন নিত্য স্ত্রীবাচক।
Related Questions
ক) গরু
খ) ঢাকী
গ) দাতা
ঘ) সাধু
Note : ঢাকী (যিনি ঢাক বাজান) শব্দটি নিত্য পুরুষবাচক কারণ এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। গরু-গাভী; দাতা-দাত্রী এবং সাধু-সাধ্বী লিঙ্গান্তরযোগ্য।
ক) বিশেষণ
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষ্য
Note : বাংলা ভাষায় বিশেষণের লিঙ্গভেদ নেই; অর্থাৎ বিশেষ্য বা কর্তার লিঙ্গ অনুযায়ী বিশেষণের রূপ পরিবর্তন হয় না। সংস্কৃতে বিশেষণের লিঙ্গান্তর ঘটে।
ক) বচন
খ) লিঙ্গ
গ) বাক্য
ঘ) বাচ্য
Note : ব্যাকরণে যে চিহ্ন বা লক্ষণের দ্বারা শব্দকে পুরুষ-স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে চিহ্নিত করা হয় তাকে লিঙ্গ বলে। বচন দ্বারা সংখ্যা বোঝায় এবং বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ পায়।
ক) কর্মে সপ্তমী
খ) করণে শূন্য
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
Note : কাননে বা বাগানে (স্থান) ফুল ফুটেছে। স্থান বোঝালে অধিকরণ কারক।
ক) করণ কারক
খ) অপাদান কারক
গ) সম্প্রদান কারক
ঘ) অধিকরণ কারক
Note : কান্নার দ্বারা বা কান্নার ফলে শোক কমে। উপায় বা হেতু বোঝালে করণ কারক। তবে অনেকে একে ভাবাধিকরণও মনে করেন। কিন্তু করণ বেশি যুক্তিযুক্ত।
ক) অধিকরণ
খ) কর্ম
গ) করণ
ঘ) অপাদান
Note : কাজের দ্বারা পরিচয়। মাধ্যম বোঝালে করণ কারক।
জব সলুশন