'মর্সিয়া' শব্দের অর্থ কি?
Related Questions
”গোরক্ষ বিজয়” কাব্য নাথধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা ।
বাংলা সাহিত্যের মধ্যযুগের নাথধর্মের কাহিনী অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনীতে নাথবিশ্বাস - জাত যোগের মহিমা এবং নারী - ব্যভিচারপ্রধান সমাজচিত্র রূপায়িত হয়েছে । শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয, সত্যপীর, রাগনামা, জয়নালের চৌতিশা । উল্লেখ্য, বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় ।
বৃন্দাবন দাস একজন মধ্যযুগীয় এবং পদাবলী সাহিত্যের বিখ্যাত কবি ছিলেন। বর্ধমানের কাছে দেনুর গ্রামে ১৬ শতকের শুরুতে জন্ম।
- তার রচিত শ্রীচৈতন্যদেবের জীবনী চৈত্যন্যভাগবত সবচেয়ে পুরোনো যা বৈষ্ণব সমাজে বেদব্যাস হিসাবে বিখ্যাত।
- তার রচিত গোপিকামোহন কাব্যও বৈষ্ণব সমাজের আদরের বস্তু।
চৈতন্যদেবের জীবনীভিত্তিক জীবনী গ্রন্থ:
♦ লোচন দাস- চৈতন্যমঙ্গল
♦ কৃষ্ণদাস কবিরাজ- চৈতন্যচরিতামৃত (১৬১৫)
♦ চুড়ামনিদাস- গৌরাঙ্গ বিজয়
♦ গোবিন্দদাসের- কড়চা
♦ জয়ানন্দ- চৈতন্যমঙ্গল
♦ বৃন্দাবন দাস- চৈতন্য-ভাগবত
জব সলুশন