বাংলা সাহিত্যে মুসলিম কবির আবির্ভাব ঘটে কোন যুগে?
ক) প্রাচীন যুগের শুরুতে
খ) প্রাচীন যুগের শেষ দিকে
গ) মধ্যযুগে
ঘ) আধুনিক যুগে
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মধ্যযুগে সুলতানি শাসনামলে (চতুর্দশ শতাব্দী থেকে) মুসলিম কবিরা সাহিত্যচর্চা শুরু করেন। শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের প্রথম দিকের একজন উল্লেখযোগ্য মুসলিম কবি।
Related Questions
ক) মহাভারতে
খ) রামায়ণে
গ) অর্থশাস্ত্রে
ঘ) সীতায
Note : গান্ধারী ছিলেন ধৃতরাষ্ট্রের স্ত্রী ও দুর্যোধনসহ একশ কৌরবের জননী। তিনি মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র যা মহাভারতে পাওয়া যায়।
ক) রামায়ণে সীতার সহচরী
খ) মহাভারতের দুর্যোধনের স্ত্রী
গ) রামায়ণে লক্ষণের প্রণয়প্রার্থী নারী
ঘ) মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
Note : দ্রৌপদী ছিলেন মহাভারতের কেন্দ্রীয় চরিত্র পঞ্চপাণ্ডব (যুধিশ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব)-এর একক স্ত্রী। তিনি পাঞ্চাল রাজ্যের রাজকন্যা ছিলেন।
ক) রণক্ষেত্র
খ) কুরুক্ষেত্র
গ) কুবের ক্ষেত্র
ঘ) পান্ডবগণ
Note : মহাভারতের কেন্দ্রীয় যুদ্ধটি কুরুক্ষেত্র নামক স্থানে সংঘটিত হয়েছিল তাই এটি কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত।
ক) রাম-সীতার কাহিনি
খ) বেহুলা-লখিন্দরের কাহিনি
গ) কুরু-পান্ডবের কাহিনি
ঘ) রাধাকৃষ্ণের কাহিনি
Note : মহাকাব্য মহাভারত-এর মূল উপজীব্য হলো কুরু বংশের দুই জ্ঞাতিগোষ্ঠী কৌরব ও পাণ্ডবদের মধ্যে ক্ষমতা দখলের দ্বন্দ্ব এবং কুরুক্ষেত্রের যুদ্ধ।
ক) সঞ্জয়
খ) কবীন্দ্র পরমেশ্বর
গ) শ্রীকর নন্দী
ঘ) কাশীরাম দাস
Note : কবীন্দ্র পরমেশ্বর ছিলেন মহাভারতের প্রথম দিকের অন্যতম অনুবাদক এবং তাঁর অনুবাদটি পরাগল খাঁ এর পৃষ্ঠপোষকতায় রচিত হওয়ায় 'পরাগল্লী মহাভারত' নামে পরিচিত।
জব সলুশন